ঠিকানা রিপোর্ট: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমিগ্রেশনবিরোধী অবস্থান এবং অবৈধদের ডিপোর্ট করার নির্দেশে নিউইয়র্কসহ আমেরিকা জুড়ে চলছে ধরপাকড়ের অভিযান। প্রতিদিনই হোমল্যান্ড সিকিউরিটির লোকজন বাসা- বাড়ি, এমনকি কর্মস্থলে হানা দিয়ে অবৈধ ইমিগ্র্যান্টদের ধরছে এবং নিজ নিজ দেশে পাঠিয়ে দিচ্ছেন। এই ধরপকড়ে বাবা- মাকে সন্তান থেকে, অথবা সন্তান থেকে মাকে বা বাবাকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। আগে এক সময় আমেরিকান সন্তান থাকলে কোন কোন ক্ষেত্রে সেক্রিফাইস করা হলেও এখন তা করা হচ্ছে না। ধরেই পাঠিয়ে দেয়া হচ্ছে। এই অভিযান এখন নিউইয়র্কেও চলছে। যদিও নিউইয়র্কের গভর্নর এন্ড্রু কুমো এবং মেয়র বিল ডি ব্লাজিও অবৈধ ইমিগ্র্যান্টদের পক্ষে অবস্থান নিয়েও কোন কাজ হচ্ছে না। অবৈধ ইমিগ্র্যান্টদের মধ্যে সচেতনা সৃষ্টির লক্ষ্যে মানবাধিকার প্রতিষ্ঠান ড্রাম কাজ করে যাচ্ছে।
ইতিমধ্যেই তারা দুটো রেস্টুরেন্টে গিয়ে কর্মচারিদের সাথে আলাপ করেন। তারা জানান, অনেক সময়ই আমাদের লোকজনের মধ্যে ভয় কাজ করে। তারা জানে না পুলিশ এবং আইসের ড্রেসের মধ্যে পার্থক্য। আবার দোকানের মধ্যে এমন কিছু স্থান রয়েছে আইন অনুযায়ী হোমল্যান্ড সিকিউরিটির লোকজন যেতে পারে না। যার মধ্যে রয়েছে বেইসমেন্ট, অফিস এবং কিচেন। ড্রামের সাংগঠনিক পরিচালক কাজী ফৌজিয়া বলেন, আমরা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে কর্মচারিদের সচেতন করছি। তাদের দেখানোর চেষ্টা করছি পুলিশ কী ড্রেস পরে আসে, আর হোমল্যান্ড সিকিউরিটির লোকজন কী ড্রেসে আসে। তিনি বলেন, পুলিশের ড্রেসের মধ্যে লগোসহ পুলিশ লেখা থাকবে, আর হোমল্যান্ড সিকিউরিটির লোকজন ড্রেসে পুলিশ লেখা থাকবে কিন্তু কোন লগো থাকবে। তিনি বলেন, হোমল্যান্ড সিকিরিটির লোকজন কোন প্রতিষ্ঠান বা রেস্টুরেন্টে এলে সেখানে অবৈধ অভিবাসী থাকলে তাদের নিরাপদে চলে যেতে হবে। সুযোগ থাকলে দেখা মাত্রই কৌশলে বেরিয়ে যাওয়া। তা না হলে বেইসমেন্ট, কিচেন বা অফিসে রুমে চলে যাওয়া। ঠিকানার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হোমল্যান্ড সিকিউরিটির লোকজন ব্যক্তিগত এ স্থানে ঢুকতে চাইলে- তাদের বলা যে, আইন অনুযায়ী আপনারা এ সব স্থানে যেতে পারেন না। তাহলে হোমল্যান্ড সিকিউরিটির লোকজনই সমস্যায় পড়ে যাবে এবং বেরিয়ে যেতে বাধ্য হবে। কথায় বলে না শক্তের ভক্ত নরমের জম। তাদের অবস্থাও তাই। তাদের দ্বিতীয় কর্মশালাটি অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের মেরিট কাবাবে। কর্মশালায় আরো অংশ নেন অবিভাসী বিষয়ক প্রতিনিধি নাঈম ইসলাম এবং কম্যুনিটি অর্গানাইজার আংশু খাটকা।