অভিনেতা ইমন এবার কাজ করছেন কলকাতার ছবিতে। ছবির নাম ‘সিনেমার পর্দার সব চরিত্র কাল্পনিক’। এতে তার বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সায়নী ঘোষ। ইমন এখন কলকাতায় ছবিটির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। তিনি জানান, ছবিটি নিয়ে ঈদের আগে কলকাতায় বেশ কয়েক দিন ছিলেন। এবার কাজ করবেন আজ পর্যন্ত। ছবিতে ইমন একজন পরিচালক হিসেবে অভিনয় করছেন। চলচ্চিত্রের গল্প তৈরির জন্য তিনি একজন ডামি চরিত্র নিয়ে আসেন। যার কাছ থেকে গল্প তৈরি করতে চান পরিচালক। আর এই ডামি চরিত্রটিতে অভিনয় করছেন সায়নী। ‘সিনেমার পর্দার সব চরিত্র কাল্পনিক’ ছবিটি পরিচালনা করছেন কলকাতার নির্মাতা কৃষ। এটি প্রযোজনায় আছেন কলকাতার চ্যানেল এটিএন-এর চেয়ারম্যান তপন কুমার। ছবিটি তৈরি করা হচ্ছে অনলাইনের জন্য। এর ব্যাপ্তিকাল ৭০ মিনিট। ইমন-সায়নী ঘোষ ছাড়াও এতে অভিনয় করছেন কলকাতার বিশ্বজিৎ।
- বিজ্ঞাপন -