বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। শুধু ভারতেই নয় তার ভক্ত গোটা বিশ্বজুড়ে। সম্প্রতি সিঙ্গাপুরের মাদাম তুসোর মোমের জাদুঘরে বসেছে কাজলের মোমের মূর্তি।
মেয়ে নাইসাকে নিয়ে মূর্তির উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন কাজল। দুজনে মোমের মূর্তিকে সঙ্গে রেখে ক্যামেরার জন্য পোজ দেন। কাজল তার নিজের মূর্তির সেলফিও তুলে রাখেন। কাজলকে আগামী দিনে দেখা যাবে প্রদীপ সরকারের ছবিতে। ১৪ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি।