কাতার পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল

ঠিকানা অনলাইন : বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের ম্যাচ খেলতে কাতার পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

১৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে রওনা দেয় বাংলাদেশ দল। স্থানীয় সময় পৌনে দুইটায় জামাল ভূঁইয়ারা কাতার পৌঁছান। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফের পাঠানো বিবৃতিতে বলা হয়, দলের সবাই করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন এবং সুরক্ষার জন্য ৩ দিনের কোয়ারেন্টাইনে অবস্থান করছে দল।

এর আগে ১৮ নভেম্বর বুধবার কাতারের বিপক্ষে ম্যাচের জন্য ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বাংলাদেশ।

দলের সঙ্গে নাবিব নেওয়াজ জীবন ও মনজুরুর রহমান মানিক যেতে পারেননি। মানিক নেপাল ম্যাচের পর করোনা পরীক্ষায় পজিটিভ হন। অন্যদিকে হাঁটুর চোটে ছিটকে যান জীবন।

বিশ্বকাপের স্বাগতিক কাতারের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ৪ ডিসেম্বর। ‘ই’ গ্রুপে দ্বিতীয় পর্বের ম্যাচ এটি। গত বছর ঘরের মাঠে প্রথম পর্বে কাতারের বিপক্ষে ০-২ গোলে হেরেছিল বাংলাদেশ।

ঠিকানা/এনআই