ঠিকানা অনলাইন: দেশের জনপ্রিয় মডেল ও অভিনেতা নোবেল। এ মুহূর্তে তিনি গ্রেটেস্ট শো অন আর্থ উপভোগ করতে গেছেন কাতারে। একা যাননি তার সঙ্গে আছে তার স্ত্রী ও বন্ধুরা।
বিশ্বকাপ ফুটবলের এবারের আসরের দুটি ম্যাচের টিকিট সংগ্রহ করেন নোবেল। গেল ৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) কাতার পৌঁছান তারা। নোবেলের প্রিয় দল ব্রাজিল। প্রিয় দলের খেলা উপভোগ করতে পারেননি নোবেল।
কাতারের আল বাইত স্টেডিয়ামে ফ্রান্স ও ইংল্যান্ডের খেলা দেখেছেন নোবেল ও তার স্ত্রী সেই সঙ্গে তার বন্ধুরা। ১০ ডিসেম্বর (শনিবার) খেলা চলাকালীন নোবেলের স্ত্রী তাকে চমকে দেয় রীতিমতো। গ্যালারিভর্তি মানুষের সামনে ফেস্টুন উঁচিয়ে ধরে আগাম জন্মদিনের শুভেচ্ছা জানান শম্পা, যা কোনোভাবেই টের পেতে দেননি নোবেলকে। আগামী ২০ ডিসেম্বর এই অভিনেতার জন্মদিন।
একে একে ৫০ বসন্ত পার করে ফেলেছেন এ মডেল ও অভিনেতা। নোবেলের স্ত্রী শম্পা এবারেই নাকি প্রথম সারপ্রাইজ দেননি। এছাড়াও স্ত্রী ও বাকি বন্ধুদের দিয়ে কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যকার কোয়ার্টার ফাইনাল খেলা উপভোগ করেছেন নোবেল। ব্রাজিল পছন্দ করলেও আর্জেন্টিনার জার্সি পরেই দেখেছেন তিনি।
এরই মধ্যে ৫০তম জন্মদিন পার করেছেন এই মডেল ও অভিনয়শিল্পী। ৫০তম জন্মদিনটায়ও চমক দিয়েছিলেন তার স্ত্রী। সে বছর জন্মদিনটা কলকাতায় উদ্যাপনের উদ্যোগ নিয়েছিলেন তার স্ত্রী। তবে নোবেলকে কিচ্ছু বুঝতে দেননি শম্পা।
নব্বয় দশকে লাইম লাইটের জগতে পা রাখেন নোবেল। সে সময় পৌছেঁ যান জনপ্রিয়তার শীর্ষে যান। এরপর শুরু করেন অভিনয়। সেখানেও দেখিয়েছেন মন্সিয়ানা। এখন নিয়মিয়ত কাজ করেননা তবে তার জনপ্রিয়তায় এক বিন্দু ভাটা পড়েনি।
তিনি এখন মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার হিসেবে কর্মরত। একেবারে ভিন্নধর্মী কিছুর প্রস্তাব পেলে তবেই ক্যামেরার সামনে দাঁড়ান তিনি।
ঠিকানা/এসআর