বিশ্বচরাচর ডেস্ক : কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী নেতা ও সাবেক প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন জার্মানিতে আটক হয়েছেন। আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানার আওতায় পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন তার আইনজীবী।
পুজদেমন গত ২৩ মার্চ ফিনল্যান্ড ছাড়ার পর ডেনমার্ক থেকে জার্মানিতে প্রবেশ করেন। গত ২৪ মার্চ ডেনমার্ক থেকে সীমান্ত পাড়ি দিয়ে জার্মানির হলস্টাইন রাজ্যে প্রবেশের সময় পুলিশ তাকে আটক করে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে স্পেনে তিনি ওয়ান্টেড তালিকায় আছেন। খবর সিএনএনের।
পুজদেমনের আইনজীবী জামুয়া এলোনসো কুয়েভিলাস জানান, ডেনমার্ক থেকে জার্মানিতে প্রবেশের পর কাতালোনিয়ার স্বাধীনতাকামী এ নেতাকে আটক করে হাইওয়ে পুলিশ। স্পেন থেকে পালিয়ে নির্বাসনে থাকা পুজদেমন বেলজিয়ামে ফিরছিলেন বলেও জানান তিনি।
এক বিবৃতিতে তিনি জানান, ‘পুজদেমনকে এখন একটি পুলিশ স্টেশনে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।’ পুজদেমনের আটকের বিষয়ে কোনো মন্তব্য করেনি জার্মানি।
প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন গাদ্দাফির ছেলে সাইফ
বিশ্বচরাচর ডেস্ক : লিবিয়ার মরহুম নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল গাদ্দাফি লিবিয়ার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তিউনিসিয়ার রাজধানী তিউনিস থেকে এক সংবাদ সম্মেলনে সাইফের এক মুখপাত্র এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ‘লিবিয়ান পপুলার ফ্রন্ট’ পার্টির নেতা আইমান আবু রাজ জানান, মরহুম লিবীয় নেতার ছেলে সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা চালাবেন; যেখানে সব লিবীয়র কল্যাণে পুনর্গঠনের বিষয়ে ফোকাস করা হবে।
সাইফ গাদ্দাফি বর্তমানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের (আইসিসি) একজন ফেরারি। ২০১১ সালে ন্যাটো-সমর্থিত অভ্যুত্থানে তার বাবা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করা হয়। ওই সময়ে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ২০১৫ সালে ত্রিপোলির একটি আদালত তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদ- দেন।
রাজধানী ত্রিপোলির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ‘জিনতান’ এলাকা থেকে বিদ্রোহীরা সাইফকে আটক করে।
পূর্ব লিবিয়াভিত্তিক পার্লামেন্টে অ্যামনেস্টি ল’ বা সাধারণ ক্ষমা আইন পাস করলে ২০১৭ সালে তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়। এরপর থেকেই তার কোনো হদিস নেই। তবে আইমান আবু রাজ জানান, সাইফ লিবিয়ার অভ্যন্তরেই মুক্তভাবে অবস্থান করছে। নির্বাচনে প্রার্থিতা নিয়ে শিগগিরই সরাসরি লিবীয় জনগণের সম্মুখে উপস্থিত হবেন বলে রাজ জানান। সূত্র : মিডল ইস্ট মনিটর।