ঠিকানা অনলাইন : বিশ্বে প্রথমবারের মতো এবার সিগারেটের মধ্যেই ধূমপায়ীকে মৃত্যুর বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছে কানাডা।
‘সিগারেট ক্যানসারের কারণ’, ‘প্রতি টানেই বিষ’-ধূমপায়ীদের উদ্দেশে এ ধরনের বার্তা সাধারণত সিগারেটের প্যাকেটের গায়েই লেখা থাকে। এ ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে বার্তাগুলো সিগারেটের গায়েই লিখে দেওয়ার পরিকল্পনা করেছে কানাডা সরকার। ১ জুন বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
কানাডার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ১ আগস্ট থেকে বিষয়টি কার্যকর হবে। ২০৩৫ সালের মধ্যে দেশটিতে ধূমপানের হার ৫ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সিগারেটের গায়ে মৃত্যুর বার্তা লিখে দেওয়া-ওই লক্ষ্য অর্জনের প্রাথমিক পদক্ষেপ।
কানাডার মানসিক স্বাস্থ্য ও আসক্তি বিষয়ক মন্ত্রী ক্যারোলিন ব্যানেট এক বিবৃতিতে জানান, ধূমপানের কারণে দেশটিতে প্রতিবছর গড়ে ৪৮ হাজার মানুষের মৃত্যু ঘটে।
ব্যানেট বলেন, ‘পৃথিবীতে আমরাই প্রথম দেশ, যারা আলাদাভাবে প্রতিটি সিগারেটের গায়েই সতর্কীকরণ বার্তা পৌঁছে দেব।’
এর আগে ১৯৮৯ সাল থেকেই কানাডায় সিগারেটের প্যাকেটের গায়ে সতর্কীকরণ বার্তা লিখে দেওয়ার প্রচলন আছে। পরে অবশ্য এসব প্যাকেটের গায়ে সতর্কীকরণ ছবিও ব্যবহার করা হচ্ছে।
ঠিকানা/এনআই