কানাডায় স্রোতের তোড়ে ভেসে যাওয়া ৪ শিশুর মৃত্যু

ঠিকানা অনলাইন : নদীর তীরে মাছ ধরতে থাকা ১১ জনের একটি দল স্রোতের তোড়ে ভেসে যায়। তার মধ্যে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বয়স ৩০ এর ঘরে থাকা একজন এখনও নিখোঁজ।

কানাডার ক্যেবেকে স্রোতের তোড়ে ভেসে যাওয়া ৪টি শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ।
শনিবার এক বিবৃতিতে তারা বলে, ১১ জনের একটি দল সেইন্ট লরেন্স নদীর তীরে মাছ ধরছিল, স্রোত তাদের ভাসিয়ে নিয়ে যায়। পরে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়, একজন এখনও নিখোঁজ।

মারা যাওয়া শিশুদের সবার বয়সই ১০ এর উপরে। তাদেরকে শনিবার সকালে ক্যেবেক শহরের উত্তরে পনেফ-স-মেয়া এলাকার তীরে অচেতন অবস্থায় পাওয়া যায়।

কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নিখোঁজ ব্যক্তির বয়স ৩০ এর ঘরে।

মাছ ধরার সময় ১১ জনের স্রোতের তোড়ে ভেসে যাওয়ার খবর জরুরি পরিষেবাদাতা সংস্থাগুলো রাত ২টার সময় পায়; পরে নদী থেকেই ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়।

ক্যেবেকের কাত-নর এলাকায় এই ভেসে যাওয়ার ঘটনা ঘটে; সেইন্ট লরেন্স নদী উত্তরের পাড়ের বেশিরভাগ অংশ এই এলাকাতেই পড়েছে

এসআর