ঠিকানা অনলাইন : কানাডা যাওয়ার উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে পৌঁছেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তার বিমানবন্দরে পৌঁছানোর খবর নিশ্চিত করেছে অভিবাসন পুলিশ।
ডা. মুরাদ হাসান শুক্রবার রাত ৯টা ১০ মিনিটে বিমানবন্দরে পৌঁছান। তিনি এমিরেটস-ইকে ৫৮৫ এয়ারলাইনসে কানাডায় যাবেন। ১১টা ২০ মিনিটে তিনি ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ খোঁজ নিচ্ছে মুরাদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা আছে কি না, নিষেধাজ্ঞা না থাকলে তিনি তার ইচ্ছামতো গন্তব্যে যাবেন।
নারীদের নিয়ে বিদ্বেষমূলক বক্তব্যের অডিও-ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকে চাপে ছিলেন মুরাদ হাসান। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে মঙ্গলবারের মধ্যে মুরাদকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত মঙ্গলবার বেলা ১২টায় নিজের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিনকে পদত্যাগপত্র ই-মেইল করেন তিনি। এরপর সেটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগ প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে প্রতিমন্ত্রী হিসেবে মুরাদের নিয়োগের অবসান করে প্রজ্ঞাপন জারি করে।
ঠিকানা/এনআই