কারও দয়ায় এমপি-মন্ত্রী হওয়ায় সম্মান নেই : জি এম কাদের

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : গণমানুষের ভোটে নির্বাচিত হওয়ার মধ্যেই প্রকৃত সম্মান রয়েছে বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি বলেন, কারও দয়াদাক্ষিণ্যে এমপি-মন্ত্রী হলে তাতে কোনো সম্মান নেই।

১১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শ্যামপুর থানাসংলগ্ন প্রধান সড়কে শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। নির্বাচনে আমাদের ফল যা-ই হোক, এটা বিষয় নয়। আমরা চাই জনগণের ভোটাধিকার নিশ্চিত হোক।’

তিনি বলেন, ‘প্রজাতন্ত্র হচ্ছে দেশের, সাধারণ মানুষই দেশের মালিক। তারা দেশ পরিচালনার জন্য প্রতিনিধি নির্বাচন করবেন। প্রতিনিধিরা দেশের মালিকদের (সাধারণ জনসাধারণ) ইচ্ছে অনুযায়ী দেশ পরিচালা করবেন। সাধারণ মানুষের ইচ্ছেমতো প্রতিনিধিরা কাজ না করলে পরবর্তীতে দেশের মালিকরা যেন নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি পরিবর্তন করতে পারেন। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে সব মানুষ সব অধিকার সমানভাবে ভোগ করবে। সাধারণ মানুষের অধিকার হরণ করা হচ্ছে, যা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ভালো জিনিসের ভালো দাম দিতে হয়। সস্তা জিনিস কখনোই ভালো হয় না। তাই দেশের মঙ্গলের জন্য হয় ভালো দাম দিতে হবে।’ সে জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশ দেন তিনি।

জি এম কাদের আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হলো কিন্তু জড়িতদের শাস্তি হলো না। গণমাধ্যমের একটি রিপোর্টে অন্তত ১৩ জন বাংলাদেশির নাম উঠে এসেছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ডলার চুরির অভিযোগে অভিযুক্তদের কারও কারও প্রমোশন হয়েছে, আবার কেউ কেউ অবসরে চলে গেছেন। ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে মাত্র দেড় কোটি ডলার ফিরিয়ে আনা হয়েছে। বাকি টাকা কবে দেশে আসবে, তা কেউ জানে না। এ ব্যাপারে সংশ্লিষ্টদের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। ডলার চুরির ঘটনা ৩৮ দিন কেন গোপন রাখা হলো? বাংলাদেশ ব্যাংকের তখনকার গভর্নর এর ব্যাখ্যা কেন দিলেন না? ডলার চুরির দায় তিনিও এড়াতে পারেন না।’

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন মিলন, আলমগীর সিকদার লোটন, জহিরুল আলম রুবেল, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, আমির উদ্দিন আহমেদ ডালু, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন দেওয়ানসহ অনেকে।

ঠিকানা/এনআই