কারা ভাঙে মন্দির

মনজুর কাদের :

পাপে ডোবা সারা দেহ পাপেই পা-পৃষ্ঠ
নরাধম দুরাচার দানব পাপিষ্ঠ
কারা কারা হাত দেয় পবিত্র প্রতিমায়
লালসার চোখ রাখে আপনার সতী মায়

কারা ভাঙে প্রতিমা কারা ভাঙে মন্দির
মনপ্রাণ ভরা কার বদ অভিসন্ধির

গাঞ্জায় বুদ হয়ে পাপাচার কর্মে
কে গলায় নাকখানি অপরের ধর্মে
মগজের আকৃতি পাশবিক ধীর যার
সম্মানহানি করে চার্চ আর গির্জার

শোধ করতেই হবে তাহাদের দেনা ঠিক
ধর্মের নামে যারা দুরাচার, ফ্যানাটিক
কোথা ওরা জন্মায় কোন মার গর্ভে
অনাচার নিধনে এসো যারা লড়বে

সকলের জোটে হবে ধূর্তের পিছটান
হিন্দু মুসলিম বৌদ্ধ ও খ্রিষ্টান