কালেকটিভ টিউটরিয়ালের সিনেট সম্মাননা লাভ

ঠিকানা রিপোর্ট : কালেকটিভ টিউটোরিয়াল নিউইয়র্কের কমিউনিটিতে মানসম্মত শিক্ষা সেবায় বিপুল কৃতিত্বের জন্য আবারও অর্জন করেছে সিনেট এওয়ার্ড। একাধারে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থবারের মত কালেকটিভ টিউটরিয়ালের দক্ষ টিম স্টেট সিনেটরস জন লু, জেসিকা রোমোস, জোসেফ এডডাববো ও এসেমব্লী ওম্যান জেনিফার রাজকুমার এর কাছ থেকে লাভ করলো সিনেট এওয়ার্ডস। এটাতে অনন্য সাফল্য মনে করছে কালেক্টিভ একাডেমী।
কালেকটিভ টিউটরিয়ালের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও সিইও শিরীন আখতার জানান, তার শিক্ষানুরাগী মননশীল মানসিকতা ও আন্তরিক সজাগ দৃষ্টি এবং বর্তমান শিক্ষা কারিকুলাম অনুযায়ী তাদের অত্যন্ত মেধাবী, দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন টিম অত্যান্ত নিপুণভাবে ছাত্র/ছাত্রীদের পারসোনালাইজড একাডেমিক নিডস -এর উপর ‘ইন্ডিভিজুয়ালী’ শিক্ষা দান করে থাকেন।
আর এরই ফলাফল স্বরূপ কালেকটিভ টিউটরিয়ালের বিপুল সংক্ষক ছাত্র/ছাত্রী SHSAT এবং SAT এ রেকর্ড পরিমান নম্বর পেয়ে সর্বোচ্চ হারে যথাক্রমে স্পেশালাইজড হাই স্কুল এবং আইভি লীগ ইউনিভার্সিটি ও এনওয়াই এর মত খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোতে মেরিট ও ফুল স্কলারশীপ নিয়ে চান্স পাচ্ছে। এমন দায়িত্বপূর্ণ কাজে নিয়োজিত যারা টিউটরস আছেন তাদের সম্পর্কে জানতে চাইলে, শিরীন আখতার জানান, তাদের টিমে যারা আছেন তারা অত্যান্ত মেধাবী, দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন টিউটরস যারা, আইভি লীগ ইউনিভার্সিটিস, এন ওয়াই ইউ ও ফোর্ডহাম ইউনিভার্সিটিতে পড়ূয়া যাদের পারফেক্ট SAT ও PSAT স্কোরস।
এছাড়াও স্টাইভেস্যান্ট ও ব্রঙ্কস সাইন্স হাইস্কুলে পডূয়া অত্যান্ত মেধাবী, দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন টিউটরস যাদের SHSAT এ ৭০০+ স্কোরস, পারফেক্ট PSAT স্কোরস এবং SAT-এ ১৫৮০ স্কোরস।
ভর্তির ফি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে কালেকটিভ টিউটরিয়ালের কর্ণধার শিরীন আখতার জানান, বর্তমানে দ্রব্যমূল্যের আকাশচুম্বী উর্ধ্বগতিতে মানুষের নিত্য প্রয়োজনীয় চাহিদা মিটানোর পর পিতামাতারা অধিক পরিমাণ অর্থ ব্যয় করে তাদের সন্তানদের টিউটরিয়াল সেন্টারে পড়াতে হিমসিম খাচ্ছেন। তাই সেসব দিক বিবেচনা করে তিনি SAT ও PSAT এবং SUMMER PROGRAM এ ভর্তির জন্য ৫০% ডিসকাউন্ট দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
এই পরম সাফল্যের জন্য কালেকটিভ টিউটরিয়ালের কর্ণধার শিরীন আখতার তিনি নিজে খুবই আনন্দিত এবং তিনি তাদের টিমের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি সকলের প্রতি পরম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শিরীন আখতার নিউইয়র্কের কমিউনিটিতে ভবিষ্যতে আরও অধিক পরিমাণে মানসম্মত শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।