কালেক্টিভ একাডেমি টিউটোরিং সেন্টারের সাফল্য

তাসনিয়া রহমান: অসামান্য স্কোরসহ এই বছর হান্টার কলেজ হাই স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে (বাঁয়ে)। টিউটর মোহাম্মদ রহমান।

ঠিকানা রিপোর্ট : হান্টার হাই স্কুল ভর্তি পরীক্ষায় কালেক্টিভ একাডেমির শিক্ষার্থীরা শতভাগ সাফল্য অর্জন করেছে। কালেক্টিভ একাডেমির দক্ষ ও মেধাবী শিক্ষক মোহাম্মদ রহমান মাত্র আটটি লেসনস দিয়ে মেধাবী শিক্ষার্থী তাসনিয়াকে সর্বকালের সেরা স্কোর নিয়ে এ বছর হান্টার হাই স্কুলে ভর্তি হতে সক্ষম করেছেন।
স্যাট পরীক্ষায়ও কালেক্টিভ একাডেমির ৯০ শতাংশ শিক্ষার্থী সর্বোচ্চ মানের স্কোর করতে সক্ষম হয়েছে। কালেক্টিভ একাডেমির শিক্ষার্থী স্যাটে ১৫৫০ স্কোর ও পারফেক্ট জিপিএ করে মেরিট স্কলারশিপ নিয়ে আইভি লিগ ইউনিভার্সিটি, এনওয়াইইউ, বোস্টন ইউনিভার্সিটি, এমন সব নামীদামি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সক্ষম হয়েছে। এমন সব অত্যন্ত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন হায়েন, মোহাম্মদ, শারমীন, তাসনিয়া, ক্রিস্ট্রিনা, পেমা, তানীম প্রমুখ। এমন কৃতিত্বে কালেক্টিভ একাডেমির প্রতিষ্ঠাতা শিরীন আক্তার তাদের টিমের অতিশয় দক্ষ ও ট্যালেন্ট শিক্ষক এবং সকল মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। বিজ্ঞপ্তি