ঠিকানা অনলাইন : কাশ্মীরে ভারত ও পাকিস্তান সীমান্তের একাধিক স্থানে দুই পক্ষের গোলাগুলিতে অন্তত ১০ জন মারা গেছেন। এর মধ্যে ভারতের ৬ জন ও পাকিস্তানের ৪ জন।
ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গোলাবর্ষণের ফলে দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর অন্তত তিনজন সদস্যসহ আরও তিনজন বেসামরিক নাগরিক মারা গেছেন।
অন্যদিকে পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ বছর বয়সী এক কিশোরসহ চারজন বেসামরিক নাগরিক মারা গেছেন এবং শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
ভারত ও পাকিস্তান দুই পক্ষই অন্য পক্ষের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ তুলছে।
এর আগে গত ৭ নভেম্বর পাকিস্তানের সৈন্যদের সাথে গোলাগুলিতে ভারতের তিনজন সেনা মারা গিয়েছিলেন।
ঠিকানা/এনআই