
ঠিকানা রিপোর্ট : দ্য সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক (কিউনি) আমেরিকার মধ্যে সিটিভিত্তিক সবচেয়ে বড় পাবলিক স্কুল। ১৮৪৭ সালে এটি প্রতিষ্ঠা করা হয়। এটি অবশ্য প্রথম ফ্রি পাবলিক স্কুল। উচ্চশিক্ষার জন্য এটি প্রতিষ্ঠা করা হয়। কিউনির এখন সাতটি কমিউনিটি কলেজ, ১১টি সিনিয়র কলেজ এবং সাতটি গ্র্যাজুয়েট কলেজ বা প্রফেশনাল ইন্সটিটিউট রয়েছে। নিউইয়র্ক সিটির পাঁচটি বরোতে এসব প্রতিষ্ঠানের অবস্থান। ২ লাখ ৪৩ হাজার গ্র্যাজুয়েট ও আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীকে তারা সার্ভিস দিয়ে থাকে। সেই সঙ্গে ৫৫ হাজার শিক্ষার্থী প্রতিবছর ডিগ্রি লাভ করে থাকে। এখানকার শিক্ষার্থীদের ৮০ ভাগই সিটিতে বসবাস করেন। কিউনির গ্র্যাজুয়েট এবং ফ্যাকাল্টির মধ্যে অনেকেই অনেক সম্মানজনক ডিগ্রি লাভ করেন। এর মধ্যে রয়েছে ১৩টি নোবেল প্রাইজ। এ ছাড়া রয়েছেন বিভিন্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক, শিক্ষার্থী ও স্টাফ।
কিউনি নিউইয়র্ক সিটির সবচেয়ে সুপরিসরের শিক্ষাপ্রতিষ্ঠান। এর অধীনে রয়েছে সব ধরনের শিক্ষা গ্রহণ ও ডিগ্রি লাভের সুযোগ। সেখানে আইন, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে সব বিষয়ে লেখাপড়া করার সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগাচ্ছে সিটির লাখো শিক্ষার্থী। কিউনির বিভিন্ন ধরনের মোট ২৫টি কলেজ রয়েছে। এসব কলেজের অধীনে রয়েছে আরো কিছু বিশেষায়িত বিষয়ের স্কুল। বিশ্বের রাজধানীখ্যাত নিউইয়র্ক সিটির সরকারি সবচেয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি বছরের গ্র্যাজুয়েশন সিরিমনির সেশন শুরু হয়েছে ১২ মে থেকে। সেখানে একেকটি কলেজের গ্র্যাজুয়েশন সিরিমনি একেক দিন হচ্ছে। কয়েক দিনে অবশ্য একাধিক কলেজের গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বেশ কয়েকটি কলেজের কমেন্সমেন্ট অনুষ্ঠিত হয়েছে। এসব কমেন্সমেন্ট অনুষ্ঠানে সিটি, স্টেটের নির্বাচিত প্রতিনিধিরা ছাড়াও বিশেষ বিশেষ আমন্ত্রিত অতিথিরা অংশ নিচ্ছেন। এখানে যেসব শিক্ষার্থী লেখাপড়া করে, তাদের জন্য সিটি, স্টেট ও ফেডারেলে চাকরি পাওয়ার সুযোগ যেমন রয়েছে, তেমনি প্রতিটি কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি পাচ্ছে। তাদের প্রতিষ্ঠানে সার্টিফিকেট, অ্যাসোসিয়েট, আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট এবং পিএইচডি পর্যন্ত শিক্ষালাভের সুযোগ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, স্বল্প টিউশন হওয়ার কারণে এখানে সন্তানকে লেখাপড়া করানোর বিষয়টি অনেকেই মাথায় রাখেন। আবার মেধাবীদের সম্পূর্ণ স্কলারশিপ নিয়ে পড়ার যেমন সুযোগ আছে, তেমনি স্বল্প আয়ের পরিবারের সন্তানদের সুযোগ রয়েছে সরকারি ও স্টেটের বিভিন্ন ধরনের গ্র্যান্ট পাওয়ার। ফলে যারা মেধাবী ও শিক্ষাজীবনে টিউশন ফি পে করার চিন্তামুক্ত থাকতে চান ও লোন করে পড়তে চান না, তাদের জন্য এখানে পড়ার বিশেষ সুযোগ রয়েছে।
কিউনি থেকে এক বার্তায় জানানো হয়েছে, কিউনি ক্লাস ২০২৩ এর কমেন্সমেন্ট অনুষ্ঠিত হচ্ছে পুরো সিটির বিভিন্ন জায়গায়। এসব অনুষ্ঠানের আমন্ত্রিত ও সম্মানিত অতিথি স্পিকারের তালিকায় রয়েছে খ্যাতনামা সব ব্যক্তিদের নাম। সেখানে নাম রয়েছে অভিনেতা জর্জ টাকিই, সিনেমার নির্মাতা পোলার্ড, ডিজে গ্র্যান্ডমাস্টার ফ্লাশ, কম্পোজার লিন ম্যানুয়েল মিরান্ডা এবং এনওয়াই লিউটেন্যান্ট গভর্নর অ্যান্তনিউ ডেলিগাতো।
নিউইয়র্ক সিটির পাবলিক লাইব্রেরি এবং ম্যানহাটনের অ্যাপেলো থিয়েটার, লুইস আর্মস্টং স্টেডিয়াম এবং কুইন্সের বেলমন্ট পার্কের ইউবিএস অ্যারিনা, ব্রুকলিন বার্কলেস সেন্টার এবং দ্য অ্যাম্পিথিয়েটারসহ বিভিন্ন খ্যাতনামা স্থানে এসব কমেন্সমেন্ট অনুষ্ঠান হবে।
এদিকে যেসব কলেজের কমেন্সমেন্ট যেদিন অনুষ্ঠিত হবে, সেই তালিকায় ছিল কিউনির স্কুল অব ল’ ১২ মে, এটি ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। এরপর রয়েছে ২৪ মে ম্যাকাউলি অনার্স কলেজের অনুষ্ঠান। এটি অনুষ্ঠিত হবে বেলা তিনটায়। ২৫ মে কলেজ অব স্ট্যাটান আইল্যান্ডের অনুষ্ঠান হবে সকাল সাড়ে নয়টায়, কিউনি স্কুল অব প্রফেশনাল স্টাডিজের অনুষ্ঠান হবে ২৫ মে বেলা ১১টায়, ৩০ মে বারুক কলেজের অনুষ্ঠান হবে বার্কলেস সেন্টারে সকাল নয়টায়, কিউনি গ্র্যাজুয়েট স্কুল অব পাবলিক হেলথ অ্যান্ড হেলথ পলিসির অনুষ্ঠান হবে ৩০ মে বেলা দুইটায়, একই দিন বেলা তিনটায় হবে হান্টার কলেজের অনুষ্ঠান, ৩১ মে বেলা দুইটায় হবে হসটস কমিউনিটি কলেজের অনুষ্ঠান। ১ জুন সকাল নয়টায় কুইন্স কলেজের অনুষ্ঠান, একই দিন সকাল ১০টায় ম্যাডগার ইভার্স কলেজের অনুষ্ঠান, সকাল ১০টায় লেহমান কলেজ, সকাল সাড়ে ১০টায় ইয়র্ক কলেজ ও বিকেল চারটায় হবে কিউনি স্কুল অব লেবার অ্যান্ড আরবান স্টাডিজের অনুষ্ঠান। ২ জুন সকাল নয়টায় হবে ব্রুকলিন কলেজের অনুষ্ঠান, একই দিন ব্রঙ্কস কমিউনিটি কলেজের অনুষ্ঠান সকাল নয়টায়, দ্য সিটি কলেজ অব নিউইয়র্কের অনুষ্ঠান সকাল ১০টায়, কুইন্স বরো কমিউনিটি কলেজের অনুষ্ঠান সকাল সাড়ে নয়টায়, কিউনি গ্র্যাজুয়েট সেন্টারের অনুষ্ঠান বেলা দেড়টায় ও জন জে কলেজ অব ক্রিমিনাল জাস্টিসের অনুষ্ঠান হবে বেলা সাড়ে তিনটায়। ৩ জুন নিউইয়র্র্ক সিটি কলেজ অব টেকনোলজির অনুষ্ঠান হবে বেলা তিনটায়, ৫ জুন কিউনি ব্যাকালাউরিয়েট ফর ইউনিক অ্যান্ড ইন্টারডিসিপ্লিনার স্টাডিজের অনুষ্ঠান হবে বেলা সাড়ে ১০টায়, ৮ জুন সকাল নয়টায় হবে বরো অব ম্যানহাটন কমিউনিটি কলেজের অনুষ্ঠান, ২১ জুন গৌথম্যান কমিউনিটি কলেজের অনুষ্ঠান হবে সকাল নয়টায়, লাগোর্ডিয়া কমিউনিটি কলেজের অনুষ্ঠান হবে সকাল সাড়ে নয়টায়। একই দিনে হবে কিংসবরো কমিউনিটি কলেজের অনুষ্ঠান।