কিউবায় ম্যারাডোনার আরও তিন সন্তান!


স্পোর্টস ডেস্ক : আগেই ছিল তার পাঁচ সন্তান। সংখ্যাটা আরও বেশি হতে পারে বলে যে গুঞ্জন চলছিল অনেক দিন ধরে, এবার সেটিই সত্যি হলো। কিউবায় তার আরও তিনজন সন্তান থাকার কথা স্বীকার করলের ’৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা বোমাটা ফাটিয়েছেন তার আইনজীবী মাতিয়াস মোরলা। কিউবায় দুই নারীর গর্ভে জন্মানো তিন সন্তানকে এতদিন পর এসে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে প্রস্তুত ম্যারাডোনা। ডিএনএ পরীক্ষার পর তিন সন্তানের দায়িত্ব নিতে এ বছরের মাঝামাঝি কিউবা সফরে যাবেন ম্যারাডোনা। একসময় ম্যারাডোনা ঘোষণা দিয়েছিলেন, সাবেক স্ত্রী ক্লদিয়া ভিয়াফানের গর্ভজাত দুই মেয়ে দালমা ও জিয়ান্নিনা ছাড়া কোনো সন্তান নেই তার। অথচ এখন তার স্বীকৃত সন্তানই আটজন। ৫৮ বছর বয়সী ম্যারাডোনার আইনজীবী মাতিয়াস বলেছেন, ‘কিউবায় ম্যারাডোনার তিনজন সন্তান রয়েছে এবং তারা স্বীকৃতি পেতে যাচ্ছে। ম্যারাডোনা তাদের দায়িত্ব নিতে প্রস্তুত।’ কোকেনের আসক্তি থেকে পুনর্বাসনের জন্য ২০০০ থেকে ২০০৫ সালের মধ্যে কিউবার রাজধানী হাভানাতে অনেকবার গিয়েছিলেন ম্যারাডোনা। কিউবার তৎকালীন প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে তার। তখনই কিউবার দুই নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন আর্জেন্টাইন কিংবদন্তি। এর মাঝে ২০০৩ সালে ক্লদিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় ম্যারাডোনার। ৩২ বছর বয়সী দিয়েগো জুনিয়র ও ২২ বছর বয়সী ইয়ানা নামে ম্যারাডোনার একজন পুত্র এবং একজন কন্যাসন্তান আছে সাবেক বান্ধবী ক্রিস্টিনা সিনাগ্রার ঘরে। শুরুতে এই দুই সন্তানকে স্বীকৃতি দেননি ম্যারাডোনা। পরে বিষয়টি আদালতে গড়ালে তিনি স্বীকৃতি দেন। ম্যারাডোনার আরেকজন সন্তানের জন্ম আরেক সাবেক বান্ধবী ভেরোনিকা ওজেদার গর্ভে। দিয়েগো ফার্নান্দো নামের সেই ছেলের বয়স এখন ছয় বছর। কিউবায় আরও তিন সন্তান থাকার কথা প্রকাশ হওয়ার পর ম্যারাডোনার মেজো মেয়ে জিয়ান্নিনা ইনস্টাগ্রামে মজা করে লিখেছেন ‘১১ জন হতে তোমার আর মাত্র তিন সন্তান দরকার। অবশ্যই তুমি পারবে’।