কিছু স্বপ্ন

তুহীন বিশ্বাস :

কিছু স্বপ্ন জটলা পাকিয়ে মুখ থুবড়ে পড়ে
কিছু স্বপ্ন নাজুক হয়ে মাঝপথে যায় ঝরে,
কিছু স্বপ্ন স্বপ্নই থাকে পৌঁছে না সীমানায়
কিছু স্বপ্ন পূর্ণতা পেয়ে বিরহের গান গায়।

কিছু স্বপ্ন ভ্রƒণে মরে বাড়িয়ে দেয় হতাশা
কিছু স্বপ্ন কলিতে জাগিয়ে তোলে আশা,
কিছু স্বপ্ন উড়ে বেড়ায় ধরা যায় না আর
কিছু স্বপ্ন বয়ে আনে জীবনে করুণ হার।

কিছু স্বপ্ন জেগে দেখি শুধু মনে সান্ত্বনায়
কিছু স্বপ্ন ঘুমিয়ে দেখি নিজের কল্পনায়।