ঠিকানা ডেস্ক : উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের প্রেমে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের মধ্যে চিঠি চালাচালির কথা উল্লেখ করে শনিবার ভার্জিনিয়ায় এক সমাবেশে কিমের প্রেমে পড়ার কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, আমরা প্রেমে পড়েছি। ওয়েস্ট ভার্জিনিয়ায় সমাবেশে ট্রাম্প বলেন, আমি ছিলাম অনমনীয়, তিনিও তাই। আমরা বাক্য চালাচালি করছিলাম। এরপর আমরা প্রেমে পড়লাম, ঠিক আছে? না, সত্যিই তিনি আমাকে সুন্দর সুন্দর চিঠি লিখেছেন, সেগুলো চমৎকার চিঠি। ট্রাম্পের এ কথায় সমর্থকরা হাসতে থাকেন ও করতালি দেন। কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে প্রকাশ্য শত্রুতা বিরাজ করছিল। ট্রাম্প ক্ষমতায় আসার পর কিমের সঙ্গে নিয়মিত হুমকি এবং পরস্পরের প্রতি অপমানজনক মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রে আঘাত হানা যায় এমন ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টাও চালিয়েছে উত্তর কোরিয়া। এরপর চলতি বছরের জুনে সিঙ্গাপুরে এক নজিরবিহীন বৈঠকে মিলিত হন এ দুই নেতা। বৈঠকে ট্রাম্প ও কিম বলেন, কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার লক্ষ্যে তারা কাজ করতে চান। কিমের সঙ্গে দ্বিতীয় আরেকটি বৈঠকের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প।
- বিজ্ঞাপন -