ঠিকানা অনলাইন : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নিজের মেয়ের নামে অন্য কোনো মেয়ের জন্য রাখা যাবে না—দেশবাসীর জন্য এমনই আইন জারি করলেন। নির্দেশে বলা হয়েছে, কিমের মেয়ের নাম অন্য কোনো মেয়ের জন্য রাখা যাবে না। যাদের আগে থেকেই নাম কিমের মেয়ের নামে রাখা হয়েছে, তাদের নাম পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।
কিম পরিবারের প্রতিষ্ঠাতা কিম ইল–সাং এর শাসনকাল থেকেই এই ‘প্রথা’ চলে আসছে। বর্তমানে কিম জং উন ও তার স্ত্রী সাল–জু’র নামে কেউ নাম রাখতে পারে না সে দেশে। এবার সেই তালিকায় জুড়ে গেল উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার মেয়ে জু–আয়ে’র নামও।
জু–আয়ের বয়স ৯ কিংবা ১০। বাবার সঙ্গে বেশ কয়েকটি সামরিক কর্মসূচিতে সম্প্রতি দেখা গেছে তাকে। তখন থেকেই জল্পনা শুরু হয় যে উত্তর কোরিয়ার পরবর্তী প্রজন্মের শাসক এবং দেশের আদর্শ হিসেবে নিজের মেয়েকে প্রতিষ্ঠা করতে চাইছেন কিম।
উত্তর কোরিয়ার দুটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে রেডিও ফ্রি এশিয়া জানিয়েছে, দেশটির উত্তর প্রান্তের পিয়ংগান প্রদেশের চোংজুর নিরাপত্তা বিভাগ গত ৮ ফেব্রুয়ারি একটি বিজ্ঞপ্তি জারি করে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, জু–আয়ে নামে দেশের যে সব নারীর নাম রয়েছে, তাদের অবিলম্বে নিজেদের নাম পরিবর্তন করতে হবে।
সম্প্রতি পরপর দুটি রাষ্ট্রীয় আয়োজনে সপরিবারে অংশ নেন কিম জং উন। কিমের মেয়ে কিম জু–আয়ে সেই সব অনুষ্ঠানে নজর কেড়েছে সবার। মনে করা হচ্ছে নিজের উত্তরসূরি হিসেবে দেশবাসীর সামনে নিজের মেয়েকে তুলে ধরতেই জু-আয়ে’কে জনসমক্ষে নিয়ে এসেছেন কিম জং উন। কিম জং উনের আরো দুই সন্তান রয়েছে। তার মধ্যে জু আয়ে-কেই প্রকাশ্যে দেখা গেছে।
ঠিকানা/এম