কিরণ চন্দ্র রায়ের একক সঙ্গীতসন্ধ্যা

নিউইয়র্ক : উডসাইডের কুইন্স প্যালেসে গত ৪ জুলাই সন্ধ্যায় বাংলাদেশের জনপ্রিয় বাউল শিল্পী কিরণ চন্দ্র রায়ের একক সঙ্গীত সন্ধ্যা আয়োজন করে ফুলকলি ফাউন্ডেশন ইউএসএ ইনক। অনুষ্ঠানে শিল্পী কিরণ চন্দ্র বেশ ক’টি গান পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।
গানের ফাঁকে ফাঁকে শিল্পী তার পরিবেশিত বাউল গানের রচনার প্রেক্ষাপটসহ গানগুলোর গীতিকার ও সুরকারদের নাম উল্লেখ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় শিল্পী রথীন্দ্রনাথ রায়, গীতিকার জীবন চৌধুরী, অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক শাহ নেওয়াজ, যুগ্ম-আহ্বায়ক আমিনুর রহমান রুবেল ও সৈয়দ আল আমীন এবং সদস্য সচিব বেলাল আহমেদ। এর আগে শিল্পী ও অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। সবশেষে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী ফখরুল ইসলাম দেলোয়ার। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ছড়াকার মনজুর কাদের। প্রেস বিজ্ঞপ্তি।