মোস্তফা কামাল : আপনি ফর্সা, আমি কেন কালো? জবাব আছে? জবাব থাকলে বলতে হবে- আমি আবাহনী সমর্থক, আপনি কেন মোহামেডান? বাতকে বাত বা ঘঁষা আলাপে অনেক জবাব দেয়া যাবে। এই না সেই, এটা না ওটা- এমন কথার প্যাঁচালিতে আসল জবাবটা কি আসে? এমনতর বহু ‘ইক এবং কেন’-এর জবাব পাওয়া যায় না বলেই কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল। সুন্নি-ওয়াহাবি, পাকিস্তানপন্থী-ভারতপন্থীসহ আরো কতো কী?
এসবের বাইরে কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি। কেউ সরকারের পক্ষে, কেউ বিপক্ষে। কেউবা মাঝামাঝি। কোনো দিকেই না যাওয়ার উচ্ছা কারো কারো। কিন্তু, সেই দিনও কি অবশিষ্ট থাকছে? এমন কাহাতক সময়েই একদল মাঠে কাঁতরাচ্ছে ফ্যাসিবাদী শাসনের অবসান চেয়ে। তারাই আবার ফ্যাসিবাদের কাছেই গণতন্ত্র, বাকস্বাধীনতার অধিকার রক্ষা আর গ্রহণযোগ্য নির্বাচন চান। এ কেমন তামাশা? তা ফ্যাসিবাদের বিরোধিতা করতে গিয়ে ফ্যাসিবাদের সুতার টানে ফ্যাসিবাদকেই দীর্ঘায়িত করার নাচন নয় তো? এই ধারার বাইরে যাওয়ার লক্ষণ বা পথঘাটও দেখা যাচ্ছে না? তাহলে করণীয় কিছু নেই? টাটকা এ প্রশ্নটির জবাব আছে পুরনো একটি রম্য কিছিমের নিষ্ঠুর গল্পে। …এক লোক ধান ক্ষেতের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে বাঁজখাই গলায় ধমক- এই, খবর্দার! আর এক পা-ও সামনে যাবি না, সামনে পা দিলেই ট্যাংরি ভাইঙা ফালামু। সামনের জমিটা আমার। জানোস না?
লোকটির জবাব, তাহলে ডানে যাই? না! ডানেও আমার জমি। তাহলে বাঁয়ে যাই? না! বাঁয়েও আমার জমি। ঠিক আছে, তাহলে পিছনে চলে যাই? না, তাও পারবি না। পিছনের জমিটাও আমার। তাহলে আমি কী করবো? তুই ‘কীও’ করতে পারবি না। আমার জমিতে দাঁড়িয়ে তুই ‘কীও’ করতে পারবি না।
কীও করতে শক্তি লাগে। স্পেস থাকতে হয়। সেই শক্তি ও স্পেস আছে কিনা, এ প্রশ্নের জবাব ব্যাখ্যা নির্ভর। এক শব্দে বা একবাক্যে জবাব দেয়ার মতো নয়। বাসের ভেতর স্বামী-স্ত্রীর ব্যক্তিগত এটা-সেটা নিয়ে ঝগড়ার মতো। কে লম্বা, কে খাটো, কে ফর্সা, কে নামাজি, বেনামাজি এসব নিয়ে অনেক তর্কের পর স্বামী তার স্ত্রীকে বলেছে, আমি বাণিজ্য মেলায় যেতে চাইলেই দোষ, তুমি যে ক’মাস পরপর বিদেশ যাও! আমি কিছু বলি?
স্ত্রীর এমন খোঁচা দেওয়ায় স্বামী আরো চটেন। বলেন, ‘আমি কি তোমার মতো যেটা দেখি সেটাই কিনি? আমার টাকার মায়া আছে। তোমার আছে?’ স্ত্রী জবাব দিতে যাবেন, ওই মুহূর্তে বাসের হেল্পার চেঁচিয়ে ওঠে : পিজি-বাড়ডেম, নামেন… নামেন… নামেন…’। হাসপাতালই ছিল তাদের গন্তব্য। তাই ঝগড়া বাদ দিয়ে বাস থেকে নেমে যান তারা। এ ছাড়া আর কিছু বিকল্প ছিল এই দম্পতির?
লেখক : সাংবাদিক-কলামিস্ট; বার্তা সম্পাদক, বাংলাভিশন, ঢাকা।