কুইন্সে দক্ষিণ এশীয়দের সম্প্রীতি সম্মেলন

নিউইয়র্ক : ‘সাউথ এশিয়ান অ্যাকশন নেটওয়ার্কে’র ব্যানারে নিউইয়র্কের কুইন্সে দক্ষিণ এশিয়ান-আমেরিকানদের সম্প্রীতির সম্মেলন ১৯ জুলাই বৃহস্পতিবার ওয়ার্ল্ডফেয়ার মেরিনা পার্টি হলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, শ্রীলংকা, মালয়েশিয়া ও মালদ্বীপের প্রবাসীরা অংশ নেন। আয়োজক সংগঠনের প্রধান জয় চৌধুরীর সঞ্চালনায় কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজ তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, কুইন্স বরোর ইমেজ বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে অভিবাসী সমাজের ভূমিকা সর্বজনবিদিত। মানবতার শত্রু একমাত্র অপরাধী ছাড়া বরোতে বৈধ-অবৈধ নির্বিশেষে সবাই নিরাপদে বসবাস করছেন। তিনি আয়োজক সংগঠনের সকল কর্মকর্তা কনভেনর জয় চৌধুরী, কো-কনভেনর মোহাম্মদ আলী, আকশার পাটেল ও উপদেষ্টা আবদুর রহিম হাওলাদারকে মঞ্চে ডাকেন। এ সময় উপস্থিত ছিলেন ইয়ুথ কো-অর্ডিনেটর পারভেজ রহমান, মোহাম্মদ রহমান, বিনিদা তামাঙ, জামি কাজী, আনাটোলে আশরাফ, কো-অর্ডিনেটর ফারুক হোসেন মজুমদার, আহসান হাবীব, মোহাম্মদ হাসান জিলানী, কল্পনা গিমিরি, ফুরু লামা, সাঈদুর খান, ডা. নারগিস রহমান, এসএম সোলায়মান, অমর এস তামাঙ, মীর জাকির হোসেন প্রমুখ।
এরপর স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন বলেন, বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ানদের সরব উপস্থিতির কারণে কুইন্স আজ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য এক উদাহরণ হয়ে থাকল। তারা যতটা সুসংগঠিত হবে, ততই মঙ্গল ত্বরান্বিত হবে এই বরোতে। সাংস্কৃতিক অনুষ্ঠান ও খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।