ঠিকানা রিপোর্ট : কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডসের উদ্যোগে প্রথম যুব ও তরুণ কাউন্সিল চালু হচ্ছে। এ জন্য ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করবে অ্যাডভাইজর বডি। কুইন্স বরোর প্রেসিডেন্টের অফিস থেকে জানানো হয়েছে, কুইন্স যুব ও তরুণদের নিয়ে সত্যিকার অর্থে ইক্যুইটির মূলে থাকা একটি বরো তৈরি করতে চায়। বরো হিসেবে আরো এগিয়ে যাওয়ার পথ নির্মাণে কুইন্সের যুবকদের অংশগ্রহণ জরুরি। প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস জুনিয়র সম্প্রতি যুব ও তরুণদের কাউন্সিল চালু করার ঘোষণা দেন, যা কুইন্সের কম বয়সীদের অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। বরো প্রেসিডেন্ট রিচার্ডস বলেছেন, যুবকরা আগামী দিনের নেতা। তাই তারা এক টেবিলে বসার পাশাপাশি সুযোগ্য নাগরিক হিসেবে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হওয়ার যোগ্য। কুইন্সের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য তাদের জড়িত করে একসঙ্গে কাজ করতে পেরে আমি রোমাঞ্চিত। আমি কুইন্সের প্রত্যেক যুবক ও তরুণকে এই কাউন্সিলে যোগ দিতে আবেদন করতে উৎসাহিত করছি। ইয়ুথ অ্যান্ড ইয়াং অ্যাডাল্ট কাউন্সিল কুইন্সের সবচেয়ে কমবয়সী বাসিন্দাদের জন্য কণ্ঠস্বর হিসেবে কাজ করবে। এর উপদেষ্টারা অ্যাডভোকেসিসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবেন। আগ্রহীরা এতে আবেদন করতে পারেন।
কাউন্সিলে দুটি দল অন্তর্ভুক্ত থাকবে। প্রথম দলটি ১৩ থেকে ১৭ বছর বয়সী হাই স্কুলের প্রতিনিধিদের নিয়ে গঠিত হবে, দ্বিতীয় দলটি ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণদের নিয়ে গঠিত হবে। দ্বিতীয় দলটির কমপক্ষে পাঁচ বছরের যুব জনগোষ্ঠীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। উপদেষ্টাদের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার জন্য অংশগ্রহণকারীদের ক্ষমতায়নের দায়িত্ব দেওয়া হবে। এই কাউন্সিলের সদস্যরা প্রতি মাসে একবার মিলিত হবেন এবং প্রতিটি দল যুবকদের জন্য কুইন্সকে আরও অন্তর্ভুক্তিমূলক বরো হিসেবে গড়ে তোলার প্রস্তাব তৈরি করবে। তারপর প্রতিটি দল সেই প্রস্তাবগুলো বরো প্রেসিডেন্টের কাছে পেশ করবে। কাউন্সিলের সদস্যরা এক বছর দায়িত্ব পালন করবেন। প্রতি স্কুল বছর শেষে নতুন সদস্যদের জন্য আবেদন উন্মুক্ত করা হবে, তবে বর্তমান সদস্যদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত পুনরায় আবেদন করতে হবে না।
বিস্তারিত তথ্যের জন্য কুইন্স বরো হলের ইয়ুথ অ্যান্ড ইয়াং অ্যাডাল্ট সার্ভিসের ডিরেক্টর লুডি থেনরের সঙ্গে ([email protected]) অথবা [email protected]এ ইমেল করা যাবে। এ ছাড়া টুইটারে @QnsBPRichards এবং Facebook ও Instagram-এ @QueensBPRichards-এর মাধ্যমে কুইন্স বরো প্রেসিডেন্টের অফিসে যোগাযোগ করা যাবে।