কুকুরকে ২৪ ঘণ্টা বেঁধে রাখলে জেল

ঢাকা : কুকুরকে চলাফেরার সুযোগ না দিয়ে একটানা ২৪ ঘণ্টা বা তার বেশি সময় বেঁধে বা আটকে রাখলে জেল-জরিমানার বিধান রেখে প্রাণীকল্যাণ আইন ২০১৮-এর খসড়ার চ‚ড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গত ১১ ফেব্রুয়ারি তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, ১৯২০ সালের আইনের ভিত্তিতে নতুন আইনটি করা হয়েছে। প্রত্যেক প্রাণীর মালিক বা তত্ত¡াবধানকারীর দায়িত্ব হবে যৌক্তিক কারণ ছাড়া ওই প্রাণীর প্রতি কল্যাণকর ও মানবিক আচরণ করা এবং নিষ্ঠুর আচরণ করা থেকে বিরত থাকা।

তিনি বলেন, খাদ্য হিসেবে ব্যবহারের জন্য প্রাণী জবাইকালে এবং ধর্মীয় উদ্দেশ্যে উৎসর্গকালে যেকোনো ধর্মীয় আচার অনুযায়ী কোনো কার্যক্রম গ্রহণ করা হলে, তাকে নিষ্ঠুরতা হিসেবে গণ্য করা হবে না। কিন্তু কুকুরকে শরীরচর্চার জন্য কোনো ধরনের চলাফেরার সুযোগ না দিয়ে একটানা ২৪ ঘণ্টা বা তার বেশি সময় বেঁধে বা আটকে রাখলে নিষ্ঠুরতা বলে গণ্য হবে।