কুকুরের জন্য পার্ক, আলাদা সুইমিং পুল

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : ভারতের উত্তরপ্রদেশের নয়ডায় পোষা কুকুরদের জন্য তৈরি করা হয়েছে একটি ডগ পার্ক। চলতি মাসেই পার্কটির উদ্বোধন করা হয়েছে, যা তৈরি করেছে নিউ ওখলা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নয়ডার সেক্টর ১৩৭ এলাকায় ৩.৮৫ একর জমিতে গড়ে উঠেছে পোষা কুকুরদের পার্ক। এতে তাদের জন্য রয়েছে একাধিক পরিষেবা।

কর্তৃপক্ষ জানিয়েছে, সবুজ গাছগাছালিতে ছাওয়া পার্কটিতে কুকুর নিয়ে হাঁটার জন্য রাখা হয়েছে বিশেষ রাস্তা। আর কুকুরদের খেলাধুলার জন্য পার্কে রয়েছে প্লে এরিয়া। আছে একটি ফুডকোর্টও।

এ ছাড়া কুকুরদের বিনোদনের জন্য পার্কে রাখা হয়েছে আলাদা সুইমিং পুল। মূলত কুকুরের নানা রকম ছবি দিয়ে সাজানো হয়েছে পার্কটি। এতে আরও রয়েছে পশুচিকিৎসালয়।

তবে শুধু পোষা কুকুরই নয়, পথকুকুরদের জন্যও এই পার্কের দরজা খোলা। তারাও এখানে আশ্রয় পাবে। পার্ক কর্তৃপক্ষ, পথকুকুরদের জন্যও চিকিৎসা পরিষেবা এবং খাবারের সুযোগ রেখেছে।

ঠিকানা/এনআই