কুমিল্লায় ট্রেন ও অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলে নিহত

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : কুমিল্লা সদর দক্ষিণে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা বাবা-ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন কুমিল্লা বাতাইছড়ি পাকামুড়া এলাকার সোহাগ (৩৫) ও তার ছেলে সিএনজি অটোরিকশার চালক সোহেল (১৪)।

৩ জুন শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার বিজয়পুর জেলখানাবাড়ি রেলক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, অটোরিকশাটি রেললাইন পার হয়ে বিজয়পুর বাজারের দিকে আসছিল। এ সময় চলন্ত মহানগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশাটি আটকে যায়। পরে প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে ট্রেনটি দাঁড়ালে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা থেকে বাবা-ছেলেকে স্থানীয় লোকজন উদ্ধার করে। এতে অটোতে থাকা বাবা-ছেলে দুজনই ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে লাকসাম রেলওয়ে থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, সদর দক্ষিণের জেলখানাবাড়ি এলাকার রেল ক্রসিংয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাবা-ছেলে দুজনই ঘটনাস্থলে নিহত হন।

ঠিকানা/এনআই