ঠিকানা রিপোর্ট : জমজমাট ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে অভিষিক্ত হলেন প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনকের নতুন কার্যকরি কমিটির কর্মকর্তারা। একই অনুষ্ঠানে অভিষেকের পাশাপাশি ইংরেজি নববর্ষও উদযাপন করা হয়।
সমিতির নবনির্বাচিত সভাপতি মো. বদরুল হক আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন, সহ সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন এবং ইঞ্জিনিয়ার মাইন উদ্দীনের যৌথ সঞ্চালনায় ১ জানুয়ারি রোববার সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্যালেসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক প্রবাসী কুমিল্লাবাসী ও কমিউনিটি নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত এবং পরিবেশন করা হয় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত। পুরো অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কুমিল্লা সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ সোসাইটির সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী এবং সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক জামাল।
কুমিল্লা প্রবাসীদের মিলনমেলায় পরিণত হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি জেবিবিএ-এর সভাপতি ও মুলধারার রাজনীতিবিক গিয়াস আহমেদ বলেন, কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনক প্রবাসে একটি আদর্শ সংগঠন। এ দেশে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে আমাদের মূলধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে হবে। এ সংগঠনের কর্মকর্তারা সৌহার্দ্য-সম্প্রীতির মাধ্যমে সংগঠনকে পরিচালিত করছেন।
অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট জামাল আহমেদ জনি ও মফিজুর রহমান, মূলধারার রাজনীতিক অ্যাটর্নি মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকী ও মো. আনোয়ারুল ইসলাম আনোয়ার, কুমিল্লা সমিতির প্রধান উপদেষ্টা হাজী আবু তাহের ভুইয়া, বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি ফারুক আহমেদ, সাবেক ছাএনেতা ভিপি জহিরুল ইসলাম মোল্লা, সাবেক নির্বাচন কমিশনার বাংলাদেশ সোসাইটির রুহুল আমিন সরকার, কুমিল্লা সমিতির সাবেক সভাপতি শাহআলম, রূপসী চাদপুর ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম মাসুম, বিশিষ্ট রাজনীতিবিদ অলিউল্লাহ আতিকুর রহমান, বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা আক্তার হোসেন বাবুল, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা কাজী তোফায়েল ইসলাম, এম কে জামান, কুইন্স বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক জনাব মফিজুল ইসলাম ভুইয়া রুমি, সাবেক ছাএনেতা ভিপি জসিম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ খোকন, বিশিষ্ট চিকিৎসক ডা. জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা কুতুবউদ্দিন মাহমুদ, আল-আমিন সুমন, ফিরোজুল ইসলাম পাটোয়ারী, মো. আমির হোসেন কামাল, বরুড়া অ্যাসোসিয়েশনের সভাপতি সুলেমান মজুমদার, বৃহত্তর লাকসাম ফাউন্ডেশনের সভাপতি মশিউর রহমান মজুমদার, বীর মুক্তিযোদ্ধা মীর মসিউর রহমান, আব্দুল লতিফ, হোসনেয়ারা রমিজ এন্ড আমিন ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা মোঃ রমিজ উদ্দিন, নুরে আলম ও ঢাকা ফার্নিচারের কর্ণধার মো. আব্দুল কাইয়ুম।
শোটাইম মিউজিকের কর্ণধার আলমঙ্গীর খান আলম, অ্যাডভোকেট জামাল আহমেদ জনি বলেন, প্রবাসে কুমিল্লা সমিতিকে আমাদের আরো এগিয়ে নিয়ে যেতে হবে। এই সংগঠন আমাদের প্রাণের সংগঠন। সুতরাং এই সংগঠনের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ সোসাইটির কর্মকাণ্ডের সঙ্গে কুমিল্লাবাসীর গভীর সম্পৃক্ততা রয়েছে। সোসাইটির প্রতিটি অনুষ্ঠানে তারা অগ্রণী ভূমিকা পালন করেন।
বক্তব্যে অতিথিরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দিত করেন এবং আগামীতে কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট ইনকের প্রসার ও সেবামুলক কাজে সহযোগিতা করার অজ্ঞীকার ব্যক্ত করেন।
উল্লেখযোগ্য সংখ্যক কুমিল্লাবাসীর উপস্থিতি ও করতালির মধ্যদিয়ে নব-নির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান সংগঠনের সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা হাজী আবু তাহের ভূঁইয়া।
অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যকরী কমিটির পক্ষ থেকে কুমিল্লার সন্তান অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, আমিনুল ইসলাম চৌধুরী, আবুল কালাম ভুইয়া এবং ডা. শাহনাজ লিপিকে সম্মানসুচক ক্রেস্ট প্রদান করা হয়।
অভিষেক ও নতুন বছর উদযাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর এম আলম, মো. কবির হোসেন, ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন, মো. ওমর ফারুক, মো. নাছির উদ্দিন, মো. ইকবাল হোসেন, জিনিয়া আমিন মুনমুন, এ. কে. এম. কামাল উদ্দিন খান, মোস্তাক আহমেদ, সেলিম আহমেদ, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, সাইদুজ্জামান রিংকু, রাতুল ইসলাম রাব্বি, মো. রাসেল সরকার, মো. মনির হোসেন, মো. কামাল উদ্দিন হারুন, মো. আল-আমিন প্রমুখ।
সমাপনী বক্তব্যে সভাপতি মো. বদরুল হক আজাদ বলেন, আপনারা আমাদের যে দায়িত্ব দিয়েছেন, আমরা আপনাদের সহযোগিতায় যথাযথভাবে তা পালন করার চেষ্টা করবো।
সাধারণ সম্পাদক মো. আল আমিন অনুষ্ঠানকে সফল এবং সার্থক করার জন্য যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করেন প্রবাসের জনপ্রিয় শিল্পীবৃন্দ।