কুয়াশার চাদর

লুৎফুর রহমান চৌধুরী :

কুয়াশার চাদর ঢেকে রেখেছে সমস্ত শহর
শহরের পুরো সৌন্দর্য লুকিয়ে আছে
ঘন কুয়াশার চাদরের অন্তরালে
প্রাণের শহরটির সৌন্দর্য বারবার উঁকি দিচ্ছে
কুয়াশার চাদর তুলে বেরিয়ে আসতে,
কিন্তু কিছুতেই বেরিয়ে আসতে পারছে না।

চলন্ত গাড়ির লাইটের আলো লজ্জাবতীর মতো
নববধূ সেজে ঘোমটা পরে রয়েছে
ঘোমটা সরিয়ে আলো বেরিয়ে আসতে পারছে না
কুয়াশার চাদর আলোটাকে জিম্মি রেখেছে
লোভনীয় আলো আগের মতো দেখা যাচ্ছে না
কথায় বলে, বুকে ভাঙে মুখ তবু খুলে না।

শহরের উলঙ্গ পাখিগুলো আজ নীরব নিস্তব্ধ
ডানা মেলে উড়তে পারছে না,
তাদের গতিরোধ করে ফেলছে ঘন কুয়াশা
ছটফট করে বেড়াচ্ছে ফড়িঙের মতো
আজ তাদের খেলা জমবে না নিত্যদিনের মতো
কুয়াশার চাদর বিগড়ে দিয়েছে নর্তকীর মন-মেজাজ।