ঠিকানা অনলাইন : কুয়েতে প্রবাসী অধ্যুষিত এলাকার একটি তিনতলা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই বাংলাদেশিসহ তিনজনের মৃত্যু হয়েছে। ১ জুন বৃহস্পতিবার বিকেলে জিলিব আল সুয়েখ প্রবাসী অধ্যুষিত অঞ্চলে এ ঘটনা ঘটে।
মৃত্যু হওয়া দুই বাংলাদেশি প্রবাসীর একজন ঢাকার কেরানীগঞ্জের আবুল হোসেনের ছেলে মোহাম্মদ ইমরান (৪১)। অপরজনের নাম জানা যায়নি। স্থানীয় দৈনিক আরব টাইমস সূত্রে এ তথ্য জানা গেছে।
জেনারেল ফায়ার ফোর্সের জনসংযোগ ও মিডিয়া বিভাগ জানিয়েছে, জিলিব আল সুয়েখ এলাকায় ঘটে যাওয়া একটি অগ্নিকাণ্ডে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে এক বিবৃতিতে ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার বিকেলে সেন্ট্রাল অপারেশন বিভাগ একটি আবাসিক আরব বাড়িতে আগুনের সংবাদ পায়। এ সময় দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাদের প্রতিবেদনে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
ঠিকানা/এনআই