নিউইয়র্ক : সানিসাইড মুসলিম সেন্টারে The Majestic Quran & Ramadan বিষয়ে আলোচনা করেন ম্যানহাটনের ৫৫ স্ট্রিট মসজিদ (উসমান ইবনে আফফাল)-এর খতিব খ্যাতমান কারি আহমেদ দায়ীদার।
গত ১২ মে আয়োজিত অনুষ্ঠানে আবু সালেহ শোয়াইবের উপস্থাপনায় কারি দায়ীদার বলেন, কুরআনের হাফিজ ও কুরআনের জ্ঞানে জ্ঞানী ব্যক্তিদের আমাদের সম্মান দিতে হবে। মেধাবী সন্তানদের ইসলামি শিক্ষার শিক্ষিত করার জন্য উৎসাহ দিতে হবে। শুধু মৃত্যুর পর পড়া, কোনো বিপদে স্মরণ করা, বালা-মুসিবত থেকে দূর করার জন্য কুরআন নাজিল হয়নি।
এ প্রসঙ্গে তিনি বলেন, বিজ্ঞানময় কুরআনকে অনেক গবেষণা করতে হবে। কুরআনে যে পাঁচটি বিষয়ে আলোচনা হয়েছেÑ তাওহিদ, ইবাদত, শরিয়ত, আল-কাসাস ও প্রকৃতি বা বিজ্ঞানÑ এসব বিষয়গুলো সূরা ফাতেহাতে উল্লেখ করা হয়েছে। এ জন্য সুরা ফাতিহাকে কুরআনের জননী বলা হয়। কুরআন একমাত্র কিতাব, যা না বুঝে পড়লেও সওয়াব। দুনিয়ায় মাত্র ১২ শতাংশ আরবি ভাষাভাষী মুসলিম, বাকি ৮৮ শতাংশ অনারব।
কুরআন জানলে ও অনুসরণ করলে আমরা সম্মানিত হবো। বিভিন্ন সুরা গাণিতিক ফর্মূলা উপস্থাপন করে জনাব দায়ীদার বলেন, পৃথিবীর বুকে একমাত্র কুরআন যে আল্লাহর কিতাব তা প্রমাণ করে।
মসজিদের প্রেসিডেন্ট আবদুল হামিদ সোহেল ছোটদের উইকেন্ড ইসলামিক স্কুলের উদ্যোগ ও উদ্বোধন হওয়ার পর যে সাড়া পাওয়া গেছে, সেজন্য কমিউনিটির সবাইকে ধন্যবাদ, পরামর্শ ও আর্থিক সাহায্যের জন্য আবেদন জানান। ডিনারের মাধ্যম অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। -প্রেস বিজ্ঞপ্তি।