ঠিকানা অনলাইন : পৃথিবীর বিভিন্ন দেশের মতো রাশিয়াতেও গত বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। আর ঈদের দিনই এক অবাক করা কাণ্ড ঘটালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির একটি মসজিদের সামনে পবিত্র কুরআন বুকে নিয়ে বললেন, ‘এর অবমাননা অপরাধ’।
মুসলমানদের পবিত্র এই গ্রন্থের কপি পোড়ানোর অনুমতি দিয়ে সুইডেন যখন গোটা মুসলিম বিশ্বের নিন্দার তীরে বিদ্ধ হচ্ছে, ঠিক তখন মুসলিমদের পাশে দাঁড়ালেন রুশ নেতা।
প্রেসিডেন্ট পুতিন পশ্চিমা দেশগুলোকে খোঁচা দিয়ে বলেন, অনেক দেশে না হলেও রাশিয়ায় কুরআন অবমাননা গুরুতর অপরাধ। এদিন মুসলিমদের পক্ষ থেকে তাকে একটি কুরআন শরিফ উপহার দেওয়া হয়।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস ও তুরস্কের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড সূত্রে এমন তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এদিন রুশ ফেডারেশনের স্বায়ত্তশাসিত দাগেস্তান প্রজাতন্ত্রের ডারবেন্ট এলাকার ঐতিহাসিক জুমা মসজিদ পরিদর্শন করেন পুতিন। সেখানে স্থানীয় মুসলিম প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন তিনি।
এ সময় রুশ প্রেসিডেন্টকে কুরআনের একটি কপি উপহার দেন মুসলিম প্রতিনিধিরা। বিষয়টি নিশ্চিত করে ডারবেন্ট মিউজিয়াম প্রিজার্ভের পরিচালক ভেলি ফাতালিয়েভ তাসকে বলেছেন, আমরা প্রেসিডেন্টকে পবিত্র মক্কা থেকে আনা একটি কুরআন উপহার দিয়েছি।
মুসলিম প্রতিনিধিদের দেওয়া এই উপহার সানন্দে গ্রহণ করেন পুতিন। কুরআন হাতে নিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, এটি মুসলিমদের কাছে একটি পবিত্র গ্রন্থ, যা অন্যদের কাছেও একই রকম বিবেচিত হওয়া উচিত। আমরা সবসময় এই নিয়মে আবদ্ধ।
রুশ নেতা বলেন, আমরা জানি, কিছু দেশ এটির সঙ্গে ভিন্ন আচরণ করে। তারা মানুষের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করে না। আর তারা এও বলে, এটি (কুরআন অবমাননা) কোনো অপরাধ নয়। কিন্তু আমাদের দেশে এটি আইন এবং সংবিধান উভয়দিক থেকেই অপরাধ।
অবশ্য কুরআন সম্পর্কে পুতিনের ইতিবাচক ধারণার বহিঃপ্রকাশ এটাই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময় কুরআনের বিভিন্ন আয়াতের তরজমা উল্লেখ করে বক্তব্য রাখতে দেখা গেছে রুশ প্রেসিডেন্টকে।
২০২০ সালের নভেম্বরে রাশিয়ার জাতীয় সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুতিন। ওই সময় পবিত্র কুরআনের সূরা আশ শুরার ২৩ নম্বর আয়াত এবং সূরা আন নাহলের ১২৮ নম্বর আয়াতের রুশ ভাষায় তরজমা উদ্ধৃত করে সৎকর্ম, ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব এবং এর পুরস্কার সম্পর্কে কথা বলেছিলেন পুতিন।
এ ছাড়া ২০১৯ সালের সেপ্টেম্বরে এক সংবাদ সম্মেলনে ইয়েমেনে যুদ্ধ থেকে সরে আসতে সৌদি নেতৃত্বাধীন মুসলিম দেশগুলোসহ সব পক্ষের প্রতি আহ্বান জানান তিনি। ওই সময় রুশ প্রেসিডেন্ট কুরআন থেকে সুরা আল ইমরানের একটি আয়াত (১০৩) উল্লেখ করে বলেন, আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সে কথা স্মরণ রেখ। তোমরা ছিলে পরস্পরের শক্র। তিনি তোমাদের হৃদয়গুলো জুড়ে দিয়েছেন। ফলে তার অনুগ্রহ ও মেহেরবানিতে তোমরা ভাই ভাই হয়ে গেছ।
“The Quran is sacred for Muslims and should be sacred for others.”
Russia’s President Vladimir Putin was gifted a copy of the Quran during his visit to the Juma Mosque of Derbent in Dagestan, known as the oldest mosque in Russia, on the first day of Eid al Adha pic.twitter.com/ZrwjCSxgbU
— TRT World (@trtworld) June 29, 2023
এসআর