কুর্চি –
গুল্ম নয়,
ভালবাসার যত্নে প্রস্পুটিত একটি ফুলের নাম।
পৃথিবীর সকল বিস্ময়ের রঙ
লুকিয়ে ছিল বৃন্তে যার-
আর যখনই ছোপ ছোপ আঁচড়ে
বালু থেকে সাগরে ফুটেছিল সবুজ শৈবালের মখমলে,
কিশোরী থেকে নারী’তে রুপান্তরিত হওয়ার
গোধূলী’য় মহালগ্নে –
সভ্য সমাজের নামধারী গোলাপের
তীক্ষ্ণ কাঁটায় রক্তাক্ত হয়েছে প্রতিনিয়ত।
কুর্চি,
রাত্রির শিশিরে ধুঁয়েছে ব্যাথা-
কিউটিকলের প্রলেপে ঢেকেছে ক্ষত,
সুর্যের ফোটনে শুষেছে শক্তি-
আর ডেডলাস’সের মোমের ডানায়
খুঁজেছে নিপীড়নের শেকল ভেঙ্গে মুক্তির প্রণয়।
কুর্চি-
এক অবিশ্রান্ত কারিগর।
প্রথাগত সমাজ -সংসারে’র বিরুদ্ধে
নিজেস্ব ভুবন গড়ার প্রত্যয়ে,
দেহ-মন ক্লান্তি’তে নিশেষিত এক প্রাণ।
কুর্চি সাধারণ
কিন্তু অসামান্য সহ্যে অভিযোজিত
এক নিভৃতচারী নারী’র নাম-
যে সকল বৈরীতা’য় ভুবন আঙিনায়
সুরভিত হয় আপন মহিমায়।।
-নিউ ইয়র্ক।