মামুনুর রশীদ মিতুল, মৌলভীবাজার : প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম নিয়ামক। আজ প্রবাসীরা আছেন বলেই দেশের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ জনগণ স্বাবলম্বী হয়ে উঠেছে। দেশে বন্যা, দুর্যোগ থেকে শুরু করে যেকোনো দুর্ঘটনায় আমাদের প্রবাসীরা এগিয়ে আসেন। এছাড়া স্কুল, কলেজ, মাদ্রসাসহ যেকোনো ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অন্যতম। প্রবাসীদের এই সহযোগিতা কখনো উদ্দেশ্যমূলক নয়। তারা নিঃস্বার্থভাবেই সবসময় মানুষের পাশে দাঁড়ায়। তাই প্রবাসীদের কারণে আজ দেশের মানুষ অনেক সুখী ও স্বাবলম্বী।
গত ১৪ জুলাই কুলাউড়ার হাজীপুর ও শরীফপুর ইউনিয়নে বন্যাদুর্গত এলাকায় নগদ অর্থ, ত্রাণ ও ঢেউটিন বিতরণকালে ঠিকানা গ্রুপ অব পাবলিকেশন এন্ড মিডিয়ার চেয়ারম্যান ও সাবেক সাংসদ এম এম শাহীন এ কথাগুলো বলেন।
ওই দিন প্রথমে হাজীপুর এবং পরে শরীফপুরে বন্যাদুর্গত মানুষের মাঝে গরিব ও এতিম ট্রাস্ট ফান্ড (ইউকে), কুলাউড়া ইউনাইটেড অ্যাসোসিয়েশন (লিয়ন) ফ্রান্স ও কুয়েতপ্রবাসী শেখ নিজামুর টিপুর উদ্যোগে নগদ অর্থ, ত্রাণ ও ডেউটিন বিতরণ করেন। পৃথক দৃটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হ্জাীপুর ইউপির চেয়ারম্যান আবদুল বাছিত বাচ্চু এবং শরীফপুর ইউপির চেয়ারম্যান জনাব আলী। এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও পৌর প্যানেল মেয়র জয়নাল আবেদিন বাচ্চু, হাজীপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী, বিএনপির নেতা মফসিল হোসেন কুতুব, উত্তর কুলাউড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মাহমুদুর রহমান কবির, কুলাউড়া ইউনাইটেড অ্যাসোসিয়েশন (লিয়ন) ফ্রান্সের উপদেষ্টা ফয়জুর রহমান চৌধুরী খোকন, ফ্রান্সপ্রবাসী জুনেদ আহমদ, গরিব ও এতিম ট্রাস্ট ফান্ড (ইউকে)-এর মৌলভীবাজার জেলা সমন্বয়ক হাফিজুর রহমান চৌধুরী তুহিন, ইউপি সদস্য মনিরুজ্জামান হেলাল, মহিলা সদস্য রাবেয়া বেগম, শরীফপুর ইউপির সদস্য হারুন মিয়া, ইসমাইল মিয়া, দুরুদ মিয়া, গণেশ গোয়ালা, মহিলা সদস্যা নিপা রানী দাস, শুক্রা ভর, বিএনপির নেতা মদরিছ আলী, স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসান খালিক, যুবদলের নেতা শংকর দাস প্রমুখ।
উল্লেখ্য, গরিব ও এতিম ট্রাস্ট ফান্ড (ইউকে) ১০০ জন মানুষের মাঝে ত্রাণ, কুলাউড়া ইউনাইটেড অ্যাসোসিয়েশন (লিয়ন) ফ্রান্স ১৪০ জন মানুষের মাঝে নগদ ৫০০ টাকা এবং কুয়েতপ্রবাসী শেখ নিজামুর টিপুর উদ্যোগে ৪টি পরিবারের ঘর নির্মাণের জন্য ঢেউটিন দেয়া হয়।
কুলাউড়ায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ : গত ১২ জুলাই বেলা সাড়ে ১২টার দিকে পৌর শহরের শাপলা মার্কেটের সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র কয়েকটি পরিবারের ঘর পূণর্নির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করেন ঠিকানা গ্রুপ অব পাবলিকেশন এন্ড মিডিয়ার চেয়ারম্যান ও সাবেক সাংসদ এমএম শাহীন। কুলাউড়ায় বিগত বন্যায় দূর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ এবং বন্যা পরবর্তীতে মানুষের ক্ষতিগ্রস্ত ঘর নির্মাণের জন্য ধারাবহিকভাবে ঢেউটিন বিতরণ করছে শাহ্ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশন।
ঢেউটিন বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাশিদ আলী ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি মোক্তাদির হোসেন, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি মো. তাজুল ইসলাম, আলাউদ্দিন কবির, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, সহ-সম্পাদক সাইদুল হাসান সিপন, সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী, দপ্তর সম্পাদক একেএম জাবের, নির্বাহী সদস্য শাহ আলম শামীম, দি বাংলাদেশ টুডে কুলাউড়া প্রতিনিধি শাকির আহমদ, সাপ্তাহিক সংলাপের স্টাফ রিপোর্টার সুমন আহমদ, অনলাইন পোর্টাল প্রিয় কুলাউড়ার ব্যবস্থাপনা সম্পাদক মোহাইমিনুল ইসলাম মাহিন, পূর্বপশ্চিমডট নিউজ-এর জেলা প্রতিনিধি এমএ কাইয়ুম, সোস্যাল কেয়ার অব ন্যাশন কুলাউড়ার সাবেক সভাপতি খায়রুল কবির জাফর, সাপ্তাহিক সীমান্তের ডাকের স্টাফ রিপোর্টার শামছুল ইসলাম, প্রিয় কুলাউড়ার স্টাফ রিপোর্টার আবু রুম্মান চৌধুরী। এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সারোয়ার আলম বেলাল, যুগ্ম-আহ্বায়ক আব্দুল মুহিত সবুজ, রাউৎগাঁও ইউপি সদস্য আব্দুল মোক্তাদির মনু, ব্যবসায়ী হাজী মিরজান আলী, ব্যবসায়ী পারুল মিয়া প্রমুখ।
এ সময় টিলাগাঁও ইউনিয়নের সাব উদ্দিন, রাউৎগাঁও ইউনিয়নের জয়ন্ত মালাকার, জয়চন্ডি ইউনিয়নের কয়েছ মিয়া, বরমচাল ইউনিয়নের রেজিয়া বেগম এবং কুলাউড়ার শাফিয়া-কে ১ বান্ডিল করে মোট ৫ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়।
উল্লেখ্য, শিক্ষা, দারিদ্র্য দূরীকরণ ও অসহায় মানুষের মাঝে চিকিৎসা উপকরণ বিতরণে শাহ্ রাশিদ আলী ফাউন্ডেশন কুলাউড়ায় মুখ্য ভূমিকা পালন করছে।