ঠিকানা রিপোর্ট : কুলাউড়া এসোসিয়েশন অব ইউএসএ ইনক-এর উদ্যোগে যুক্তরাষ্ট্রে এসোসিয়েশনের নামে ২৬টি কবরের জায়গা ক্রয় করা হয়েছে। ইতিমধ্যে মূল্য পরিশোধসহ কাগজপত্রও হস্তান্তর সম্পন্ন হয়েছে। এসোসিয়েশনের সভাপতি আশরাফ আহমেদ ইকবাল ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন জালালের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী কমিটি ও সর্বস্তরের কুলাউড়াবাসীর সহযোগিতায় এ মহতী উদ্যোগ সম্পাদিত হয়েছে। এ উদ্যোগকে বর্তমান কার্যনির্বাহী কমিটির একটি যুগান্তকারী পদক্ষেপ ও সফল কার্যক্রম বলে সবাই মন্তব্য করেছেন।
গত ২৮ মার্চ বুধবার দুপুরে ব্রঙ্কসের নিউ বোল্ড মজসিদে আনুষ্ঠানিকভাবে কবরের জায়গার মূল্য পরিশোধ ও ডকুমেন্ট হস্তান্তরকালে এসোসিয়েশনের সভাপতি আশরাফ আহমেদ ইকবাল ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন জালাল ছাড়াও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা এনামুল ইসলাম, তানউইর শামীম লোবান, আব্দুল মুকিত চৌধুরী; সাবেক সভাপতি সাহেদ দেলোয়ার চৌধুরী, আতিকুল হক শাহীন; বর্তমান সহ-সভাপতি এমএ বাকী, কোষাধ্যক্ষ এমএন হক বকুল, নির্বাহী সদস্য জাবেদ আহমদ প্রমুখ৷
যাদের অর্থায়নে কবর ক্রয় : কবরের জায়গা ক্রয়ে আর্থিক অনুদান দিয়ে যারা সহযোগিতা করেছেন, তারা হলেনÑ আশরাফ আহমেদ ইকবাল, এনায়েত হোসেন জালাল, এমএ বাকী, এম এন হক বকুল, জাবেদ আহমেদ, আব্দুল মুকিত চৌধুরী, আতিকুল হক শাহিন, লুৎফুর রহমান, জামাল উদ্দিন লিটন, আবুল কালাম, সাহেদ দেলোয়ার চৌধুরী, শাহ আলাউদ্দিন, সৈয়দ জুবায়ের আলী, মোহাম্মদ সেলিম, ডা. এমএ মুকিত, আব্দুল হান্নান, আব্দুল হক, আনিসা ইসলাম আজিমা, রেজাউল করিম রেনু, কামাল আহমেদ (সভাপতি, বাংলাদেশ সোসাইটি), মো. আব্দুল মতিন, জাহাঙ্গীর আলম সাইফুল, সৈয়দ ইলিয়াছ খছরু, মোসাহেদ জে রাসেদ, এমএ কাইয়ুম, আসাব আলী ও নাহিদ উর রব সাজু।