
ঠিকানা রিপোর্ট: প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ ইনকের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গত ১০ মার্চ বিকেলে এস্টোরিয়াস্থ জালালাবাদ এসোসিয়েশনের কার্যালয়ে। সংগঠনের সভাপতি আশরাফ আহমেদ ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনায়েত হোসেন জালালের পরিচালনায় সাধারণ সভায় মঞ্চে উপবিষ্ট ছিলেন সংগঠনের উপদেষ্টা মঈন চৌধুরী, সিরাজউদ্দিন আহমেদ সোহাগ, মুকিত চৌধুরী, এনামুল ইসলাম ও জাবেদ খসরু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ হেশাম, ভাইস প্রেসিডেন্ট এম এ বাকি, কোষাধ্যক্ষ এম এ বকুল, প্রচার সম্পাদক মাযহারুল ইসলাম, লিটন আহমেদ, আজিমা বেগম, লুৎফুর রহমানসহ সাধারণ সদস্যরা।
সাধারণ সভার শুরুতে সাধারণ সম্পাদক এনায়েত হোসেন জালাল, সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন। সাধারণ সম্পাদকের রিপোর্টের পর কোষাধ্যক্ষ বিগত ২ বছরের হিসাব নিকাশ উপস্থাপন করেন। সাধারণ সম্পাদক তার রিপোর্টে উল্লেখ করেন সংগঠনের সদস্যদের জন্য নিউজার্সিতে ২৭টি কবর ক্রয় করা হয়েছে। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্ট পাশ করা হয়।
এ ছাড়াও সভায় আগামী ১২ মে জ্যামাইকার তাজমহল পার্টি সেন্টারে ইফতার পার্টি এবং আগামী ৩০ জুন এস্টোরিয়া পার্কে বনভোজনের সিদ্ধান্ত নেয়া হয়।