কুষ্টিয়া জেলা সমিতির উৎসবমুখর বনভোজন

নিউইয়র্ক : প্রবাসে আঞ্চলিক সংগঠনের অন্যতম কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের বনভোজন ও ঈদ পুনর্মিলনী হয়ে গেলো গত ৮ জুলাই, রোববার। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পেনসিলভেনিয়ার ফোর্ট ওয়াশিংটন স্টেট পার্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে তিন শতাধিক মানুষের এক মিলন মেলায় পরিণত হয়েছিলো।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন সভাপতি মো. গিয়াস উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আসাদুল্লাহ। এছাড়াও অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, বনভোজন আয়োজন কমিটির আহ্বায়ক মো. রাশেদুল আলম, সদস্য সচিব মুনসুর আলম মুন্না, সমন্বয়কারী আশরাফুল আলম, ম্যাগাজিন কমিটির সম্পাদক ও ইসলামী বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী মুর্তজা আলী, উপদেষ্টা খন্দকার আমিরুল ইসলাম, অধ্যক্ষ মমিন বিশ্বাসসহ কার্যকরি কমিটির সদস্যরা।
দিনের প্রথম পর্বের শুরুতে তরমুজ, চিপস ও কোমল পানীয় পরিবেশন করা হয়। এর পরপরই খেলাধুলা পর্ব শুরু হয়। সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান ও উপদেষ্টা সহযোগী অধ্যাপক মুন্সী মুর্তজা আলীর তত্ত্বাবধানে খেলাধুলা পরিচালনা করেন আশরাফুল আলম (সহ-সাধারণ সম্পাদক), মো. মুনসুর আলম মুন্না (যুগ্ম-সাধারণ সম্পাদক), মো. নুরুজ্জামান (ক্রীড়া সম্পাদক)। সহযোগিতায় ছিলেন আনোয়ারা খাতুন মঞ্জু (সহ-সভাপতি), মোহাম্মদ জগলুল হক শাহীন (সাংগঠনিক সম্পাদক), মো. জিয়াউর রহমান (সহ-সাংগঠনিক সম্পাদক), মুন্সী সাজেদুর রহমান (প্রচার সম্পাদক)।
এরপর দুপুরের খাবার পরিবেশন করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাশেদুল আলম। তাকে সহযোগিতা করেন মো. গিয়াস উদ্দিন, মমিন বিশ্বাস, মুনসুর আলম (মুন্না), কামরুজ্জামান, ওয়াহেদ, শুভ, মো. আশরাফুল আলম, নাজমুল হক। দুপুরের মধ্যাহ্ন ভোজনের পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করা হয়। গান পরিবেশন করেন অতিথি শিল্পী জলি দাশ ও স্বপন দাশসহ সমিতির কয়েকজন গুণী শিল্পী।
সাংস্কৃতিক অনুষ্ঠানটির পর স্মরণিকার মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণী পর্ব শুরু করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান। সহযোগিতা করেন যুগ্ম-সাধারণ সম্পাদক সম্পাদক মুনসুর আলম মুন্না ও সহ-সাধারণ সম্পাদক আশরাফুল আলম। এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন প্রধান অতিথি বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আসাদুল্লহ, বিশেষ অতিথি আ. মজিদ, সভাপতি মো. গিয়াস উদ্দিন, প্রতিষ্ঠাতা-সভাপতি আবু মুসা, উপদেষ্টামণ্ডলীর সদস্য খন্দকার আমিরুল ইসলাম, মুন্সী মুর্তজা আলী (সহযোগী অধ্যাপক ও পিএইচডি গবেষক, লোক প্রশাসন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া), মো. মাফিউল আলম, মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
আ. মজিদ স্মরণিকার মোড়ক উন্মোচন করার পর সমিতির পক্ষ থেকে স্মরণিকাটি উৎসর্গ করা হয় মরহুম মুক্তিযোদ্ধা শাহ আলমের স্মৃতির উদ্দেশ্যে। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুরের নজিবপুর গ্রামের কৃতি সন্তান ও সমিতির উপদেষ্টা ছিলেন। পুরস্কার বিতরণী পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ আসাদুল্লাহ, সংগঠনের প্রতিষ্ঠাতা-সভাপতি আবু মুসা, আহ্বায়ক রাশেদুল আলম, মুন্সী মর্তুজা আলী ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান প্রমুখ।
এরপর আকর্ষণীয় র‌্যাফল ড্র পর্বটি পরিচালনা করেন সমিতির উপদেষ্টা মো. রাশেদুল আলম ও মুন্সী মুর্তজা আলী।
র‌্যাফল ড্রর পুরস্কারের মধ্যে উল্লেখযোগ্য ছিলো: ১ম পুরস্কার (স্বর্ণ সেট- সৌজন্যে এটর্নি মইন চৌধুরী), ২য় পুরস্কার (ল্যাপটপ), ৩য় পুরস্কার (আইফোন- সৌজন্যে ইন্ডিয়ান ক্যাফে এন্ড গ্রীল), চতুর্থ পুরস্কার ছিলো স্মার্ট টিভি। এ ছাড়া হাটবাজার, ডিজিটাল ওয়ান, মান্নান গ্রোসারি ও মেগামার্ট ব্রঙ্কসের সৌজন্যে ১৫টি পুরস্কার দেয়া হয়। পরিশেষে সভাপতি মো. গিয়াস উদ্দিন অতিথি, উপদেষ্টামন্ডলী, কার্যকরী কমিটির সব সদস্যকে ধন্যবাদ জানিয়ে এবারের মতো বনভোজন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। -প্রেস বিজ্ঞপ্তি।