ঠিকানা রিপোর্ট : জর্জিয়া অঙ্গরাজ্যের ম্যারোট সিটিতে মাকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছে এক বাংলাদেশি যুবক। তার নাম তৌফিক ইসলাম (২৯)। বাবার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। তাদের দেশের বাড়ি বৃহত্তর বরিশালের ঝালকাঠি জেলায়। ঘটনাটি গত সপ্তাহে ঘটলেও স্থানীয় প্রবাসীরা জানতে পান গত ৬ জানুয়ারি শুক্রবার। ঐদিনই স্থানীয় একটি মসজিদ প্রাঙ্গণে মা ও ছেলের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, তৌফিক ইসলামের সঙ্গে কৃষ্ণাঙ্গ এক য্বুতীর কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই যুবতীকে বিয়ে করবে বলে পরিবারকে জানালে সম্মতি না পাওয়ায় মা-বাবার সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। এ বিষয়টি নিয়ে পরিবারে প্রায়ই কলহের সৃষ্টি হতো। গত ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার মায়ের সঙ্গে এ নিয়ে আবারো ঝগড়া বাধে তৌফিকের। চরম বাক-বিতণ্ডার এক পর্যায়ে মায়ের উপর ক্ষুব্ধ হয়ে তৌফিক তার মাকে গুলি করে হত্যা করেন। এ সময় অন্য কেউ বাড়িতে ছিলেন না। সন্ধ্যার দিকে তার ছোটভাই বাড়িতে এসে দরজা খুলেই ঘরের ভেতর মা ও ভাইয়ের রক্তাক্ত মৃতদেহ দেখে আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মা ও ছেলের মরদেহ স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
সম্প্রতি কেনা নিজের লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র দিয়ে মাকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বলে স্থানীয় প্রবাসীরা ধারণা করছেন। এ ব্যাপারে ম্যারোট পুলিশ ডিপার্টমেন্টে একটি অপমৃত্যু রেকর্ড করা হয়েছে।
গত ৬ জানুয়ারি শুক্রবার স্থানীয় আত্তাকোয়া মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজের পর মা ও ছেলের লাশের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও ভিনদেশি অনেক মুসল্লিও অংশ নেন। পরে নিউটন কাউন্টিতে অবস্থিত মুসলিম কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়।
হোম নিউইয়র্ক পরিক্রমা কৃষ্ণাঙ্গ যুবতীর সঙ্গে প্রেম : জর্জিয়ায় মাকে হত্যা করার পর বাংলাদেশি যুবকের...