কেনিয়ায় যিশুর সাক্ষাতের আশায় আমৃত্যু অনাহারে ৫৮ জনের মৃত্যু

মালিন্দির সেই গণকবর ঘিরে রেখেছে কেনিয়ার সশস্ত্র বাহিনীর সদস্য। ছবি: এপি

ঠিকানা অনলাইন : আফ্রিকার দেশ কেনিয়ায় যিশুর সাক্ষাতের আশায় ধর্মযাজকের কথায় আমৃত্যু অনাহারে থাকা শুরু করেছিলেন একদল মানুষ। অনাহারে মৃতের সংখ্যা অর্ধশত ছাড়িয়ে গেছে। ২৪ এপ্রিল (সোমবার) আরও ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৮ জনে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সোমবার কেনিয়ার পুলিশের মহাপরিদর্শক জাফেট কোমে জানিয়েছেন, আরও ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোমে সাংবাদিকদের আরও জানিয়েছেন, ওই এলাকা থেকে আরও অন্তত ২৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

কেনিয়া পুলিশের মহাপরিদর্শক বলেছেন, ‘এখন পর্যন্ত ৫৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ২৯ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।’ নিহতদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, তাদের হিসাব মতে ওই এলাকা থেকে সবমিলিয়ে ১১২ জনের নিখোঁজ হওয়ার হিসাব পেয়েছেন তারা। যার মধ্য মাত্র ৫৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ২৯ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়ে গেছেন আরও অন্তত ২৫ জন।

আমৃত্যু অনাহারে থাকলেই দেখা মিলবে যিশু খ্রিস্টের। ধর্মযাজকের এমন নির্দেশ মানতে গিয়ে লাশ হতে হয়েছে ওই ৫৮ জনকে। কেনিয়ায় উপকূলীয় শহর মালিন্দির একটি গণকবর থেকে মরদেহগুলো উদ্ধারের পর বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য।

সম্প্রতি অনাহারে থেকে কয়েকজনের মৃত্যুর খবর অনুসন্ধান করতে গিয়ে ওই গণকবরের সন্ধান পায় পুলিশ। কবর থেকে তুলে আনা এসব মরদেহের মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে বলেও জানা গেছে। এর আগে গত সপ্তাহে একই এলাকা থেকে গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চ নামে একটি গির্জার ১৫ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, অনাহারে মৃত্যুবরণ করতে অনুসারীদের নির্দেশ দেয়া ওই ধর্মপ্রচারকের নাম পল ম্যাকেঞ্জি। স্থানীয় ওই গির্জার প্রধান ধর্মযাজক তিনি। এরই মধ্যে তাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঠিকানা/এসআর