দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে গত ৮ মে গাঁটছাড়া বেঁধেছেন বলি অভিনেত্রী সোনম কপুর। সিনে পাড়ার এই হাই প্রোফাইল বিয়েতে হাজির ছিলেন চলচ্চিত্রের প্রথম সারির প্রায় সব তারকাই। কিন্তু সেখানে দেখা মেলেনি দীপিকা পাড়ুকোনের।
কেন সোনমের বিয়েতে হাজির ছিলেন না দীপিকা? দুই নায়িকার মধ্যে কি কোনও লড়ই রয়েছে? সে কারণেই কি সোনমের বিয়ে এড়িয়ে গিয়েছেন দীপিকা? এসব নিয়ে বহু চর্চা হয়েছে বলি পাড়ায়। এবার প্রকাশ্যেই সে সবের উত্তর দিয়েছেন দীপিকা। -খবর আনন্দবাজারপত্রিকার।
সম্প্রতি মুম্বাইয়ের একটি এ্যাওয়ার্ড শোতে গিয়েছিলেন দীপিকা। সেখানে সোনমের বাবা অনিল কপুরের সঙ্গে তার দেখা হয়। অনিলের সঙ্গে দীপিকার কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ওই ভিডিওতে নাকি অনিল কপুরের কাছে সোনমের বিয়েতে উপস্থিত না থাকার জন্য ক্ষমা চাইতে দেখা গিয়েছে দীপিকাকে। অনিল বলেন, আমি তোমাকে মিস করেছি। এর উত্তরে দীপিকা বলেছেন, আমি জানি। দুঃখিত। ওই সময়টা আমি কান উৎসবে ছিলাম। অর্থাৎ সোনমের বিয়ের সময় কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন দীপিকা। সে কারণেই এই হাইপ্রোফাইল বিয়েতে দেখা যায়নি তাকে।