কেন্দ্রে যাচ্ছেন যুক্তরাষ্ট্র যুবদলের দুই নেতা

ঠিকানা রিপোর্ট : যুক্তরাষ্ট্র যুবদলের নতুন কমিটি আসছে শিগগির। এছাড়া যুক্তরাষ্ট্রের দুই নেতা জায়গা পাচ্ছেন কেন্দ্রীয় কমিটিতে। দায়িত্বশীল একটি সূত্রে এ খবর জানা গেছে। সূত্র জানায়, প্রায় এক যুগ আগে জাকির এইচ চৌধুরীকে সভাপতি এবং আবু সাঈদ আহমেদকে সাধারণ সম্পাদক করে যুক্তরাষ্ট্র যুবদলের কমিটি দেওয়া হয়। বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিল যুক্তরাষ্ট্র যুবদল। বিশেষ করে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি বিলুপ্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র যুবদল নানান কর্মসূচি পালন করে আসছে। তবে দীর্ঘদিন কমিটি না থাকায় সংগঠনের অনেক নেতা-কর্মী ও সমর্থক নিষ্ক্রিয় হয়ে পড়েন। এর আগে কমিটি আসছে আওয়াজ উঠলেও কমিটি আসেনি। তবে খুব শিগগির নতুন কমিটি আসছে বলে দায়িত্বশীল সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।
এদিকে যুক্তরাষ্ট্র যুবদলের দুজন নেতা কেন্দ্রীয় কমিটিতে স্থান পাচ্ছেন, এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে যুক্তরাষ্ট্র যুবদলের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কে আসছেন তা সূত্রটি জানাতে পারেনি। এর আগে যুবদল নেতা আব্দুল বাতিন কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্র বিএনপিতে সক্রিয় নেতৃত্ব দিচ্ছেন।