কেমন জীবনসঙ্গী চান জয়া

মডেল ও অভিনেত্রী জয়া আহসান। মডেলিং ও টিভি নাটকের পাশাপাশি তিনি চলচ্চিত্রে অভিনয় করেও বেশ সুনাম অর্জন করেছেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ব্যাচেলর। বাংলাদেশের পাশাপাশি তিনি ভারতীয় চলচ্চিত্রেও কাজ করছেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দুটি ফিল্মফেয়ার পুরস্কার পূর্ব, ছয়টি মেরিল-প্রথম আলো পুরস্কার এবং আরও অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। সম্প্রতি জয়া আহসান ভারতীয় গণমাধ্যমের সঙ্গে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।

সময়ের অভাবে তিনি প্রেম করার সময় পাচ্ছেন না। তাহলে কি তিনি বিয়েও করবেন না? এমন প্রশ্নের জবাবে জয়া বলেন, ‘এত দ্রুত আমি ঘরোয়া পরিবেশে নিজেকে বন্দী করতে চাচ্ছি না। আমি আরও কাজ করতে চাই। পরিবার থেকে অবশ্য বিয়ের চাপ আসছে। কিন্তু আমি না শোনার ভান করে বসে থাকি।’ তিনি তার জীবনসঙ্গীর কী কী গুণ আশা করেন? জয়া বলেন, ‘আমি চেহারাকে এত গুরুত্ব দেই না। আমার জীবনসঙ্গীকে অবশ্যই বিচক্ষণ, অনুভূতিশীল এবং প্রতিশ্রুতিশীল মানুষ হতে হবে। একজন সৃজনশীল ব্যক্তিকে কদর করার মতো মন-মানসিকতা থাকতে হবে তার।’ কয়েক দিন আগে জয়া আহসান অভিনীত ‘বিউটি সার্কাস’-এর ফার্স্টলুক প্রকাশ পেয়েছে। এতে সার্কাসকন্যা ‘বিউটি’ রূপে জয়ার প্রথম ঝলকই ইতোমধ্যে সাড়া ফেলেছে।