কেরানীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে নবদম্পতির মৃত্যু

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : ঢাকার কেরানীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে নবদম্পতির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মো. ইসমাইল (২০) ও নাসরিন আক্তার কাজল (১৮)। গত ৯ নভেম্বর বুধবার রাত ১২টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন আটিবাজার সুজন হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত দুইটার দিকে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল কেরানীগঞ্জের আগানগর এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। তার বাবার নাম মো. আলী। তারা দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আমবাগিচা এলাকার স্থায়ী বাসিন্দা। বর্তমানে আটিবাজার এলাকায় সুজন হাউজিংয়ে একটি বাসা ভাড়া নিয়ে পরিবার নিয়ে বসবাস করতেন। প্রায় দেড় মাস আগে পারিবারিকভাবে ইসমাইল ও নাসরিনের বিয়ে হয়।

স্থানীয় বাসিন্দা ওমর ফারুক বলেন, বুধবার রাতে ওই দম্পতির বাসার বারান্দা থেকে কিছু একটা জিনিস বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। পরে ইসমাইল একটি লাঠি বা পাইপের সাহায্যে সেটি নামাতে গিয়ে বিদ্যুতায়িত হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী নাসরিনও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বিয়ের দেড় মাসের মাথায় স্বামী-স্ত্রী নিহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঠিকানা/এনআই