কোকেন-গাঁজা সেবন করতেন প্রিন্স হ্যারি

ঠিকানা অনলাইন : ব্রিটিশ রাজপরিবার ছেড়ে আসা প্রিন্স হ্যারির বহুল প্রত্যাশিত আত্মজীবনী ‘স্পেয়ার’ আগামী ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাচ্ছে। তবে ইতোমধ্যে এ বইয়ের একটি কপি হাতে পেয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

সংবাদমাধ্যমটি জানাচ্ছে, বইতে প্রিন্স হ্যারি কোকেন ও গাঁজার মতো মাদক সেবনের কথাও স্বীকার করেছেন। সেখানে বলা হয়েছে, প্রিন্স হ্যারি যখন ১৭ বছর বয়সী ছিলেন তখন তিনি অন্য কারো বাড়িতে কোকেন সেবনের প্রস্তাব পান। তিনি স্বীকার করেছেন, বিভিন্ন অনুষ্ঠানে তিনি কোকেন সেবন করেছেন তবে এটি উপভোগ করতে পারেননি বলে জানান।

প্রিন্স হ্যারি লিখেছেন, ‘এটি আমার কাছে খুব মজার ছিল না এবং আমাকে বিশেষভাবে আনন্দিত করেনি যেমনটি অন্য সবার কাছে মনে হয়েছিল। কিন্তু এটি আমাকে অন্যরকম অনুভূতি দিয়েছে এবং এটিই ছিল আমার প্রধান উদ্দেশ্য।’

গাঁজা সেবনে কথা উল্লেখ করে জানান, তিনি ইটন কলেজের বাথরুমে গাঁজা সেবন করেছেন ছাত্র থাকাকালীন অবস্থায়। এ ছাড়া বইতে রাজপরিবার নিয়ে বিস্ফোরক বিস্ফোরক তথ্য জানিয়েছেন প্রিন্স হ্যারি।

ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে সারাবিশ্বে প্রকাশিত হওয়া বইটি ব্রিটিশ রাজপরিবার নিয়ে মারাত্মক হইচই ফেলে দিতে পারে।

ঠিকানা/এসআর