কোণঠাসা রাশিয়া, ইউক্রেনকে আরও সাহায্যের অঙ্গীকার ন্যাটোর

ঠিকানা অনলাইন : ইউক্রেনের চারটি অঞ্চলে গণভোটের আয়োজন করেছে রুশপন্থী বিচ্ছিন্নবাদীরা। এর জেরে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো অঙ্গীকার করেছে, তারা ইউক্রেনকে আরও সাহায্য করবে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই চার অঞ্চলে গণভোটের কারণে চলমান যুদ্ধ তীব্র হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের উত্তর, ন্যাটোর উত্তর হচ্ছে ইউক্রেনে আরও বেশি করে সাহায্য করা।’

ন্যাটোর এই মহাসচিব বলেন, এই যুদ্ধ বন্ধ করার উত্তম উপায় হচ্ছে যুদ্ধের ময়দানে ইউক্রেনকে আরও শক্তিশালী করা। এদিকে রাশিয়ায় আংশিক সেনা সমাবেশের ডাক দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে দেশটিতে বেশ আতঙ্ক ও অসন্তোষ দেখা দিয়েছে। দেশটি ছেড়ে পালানোর চেষ্টা চালাচ্ছে বহু মানুষ। এতে অনেকটা বেকায়দায় পড়েছেন পুতিন, দাবি বিশেষজ্ঞদের।

ইউক্রেনে রুশ বাহিনী যে চরম জনবল সংকটে পড়ছে তারই পরিপ্রেক্ষিতে রাশিয়া সেনা সমাবেশের ডাক দিয়েছে বলে বিশ্বাস পশ্চিমাদের। সম্প্রতি ইউক্রেনের তীব্র পাল্টা আক্রমণে বিভিন্ন অঞ্চল থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে রাশিয়ার সেনাবাহিনী।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন পুতিন। এরপর আজ শনিবার পর্যন্ত টানা ২১৩ দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুটির মধ্যে সংঘাত আরও জোরালো হয়েছে।

বেশ কয়েকদিনের মধ্যে ইউক্রেনের কিয়েভ দখলের মাধ্যমের সেখানে পুতুল সরকার বসানোর পণ নিয়ে পুতিন যে যুদ্ধ শুরু করেছেন তা এখন পর্যন্ত অধরা। এ ছাড়া ইউক্রনে সম্প্রতি রুশ বাহিনীর পিছু হটা পুতিনকে আরও চাপের মধ্যে ফেলেছে বলে দাবি পশ্চিমাদের।

ঠিকানা/এম