জামাল আস-সাবেত :
একদিন একটি ঝিঁঝি পোকার ডাকে ঘুম ভাঙবে আমাদের,
জানালার ওপাশে কাশ্মীরি হাওয়া বইবে
পদ্মার স্টিমার এসে পৌঁছাবে সুবেহ সাদিকে
তখন আমাদের দেখা হয়ে যাবে
কোনো একদিন আমরা আকাশের দিকে তাকিয়ে থাকব
তখন দূরের পাখিটা কাছে এসে ডালে বসবে
চাঁদের কোলে মায়ার আস্তরণ পড়বে
কোনো একদিন বিছানার পাশে চায়ের ধোঁয়া আবেশী মনকে অশান্ত করে তুলবে
হয়তো মানুষ থেকে অনেক দূরে থাকব সেদিন
মন্তব্যহীন এক পৃথিবীর নদীর পাশে হেলান দিয়ে মুখোমুখি বসে থাকব যেমনি করে বসে থাকে চাতক-চাতকিনী
নদীর শব্দ শুনব। পাখির গান শুনব। আর শুনব আমাদের নীরবতার গান।
একদিন দূরের ঐ সন্ধ্যাতারাকে প্রশ্ন করব-
আমাদের অভিমান দেখে তুমি কি মুচকি মুচকি হাসো? নাকি আশীর্বাদ করো?
ঘড়ির কাঁটার উল্টো দিকে তাকাই
গোলাপের সুগন্ধি এসে মন বিভোর করে দ্যায়
রজনীগন্ধা সুবাস ছড়ায়
মন অচেনা হয়
ফিরে চাই সুদূরের পানে
মনকে জিজ্ঞেস করি-
এত হারানো বিজ্ঞপ্তি কেন?