কোহলিকে নেতৃত্ব থেকে সরানোর কারণ জানালেন সৌরভ গাঙ্গুলী

ঠিকানা অনলাইন : টি-টোয়েন্টি ফরম্যাটে স্বেচ্ছায় পদত্যাগ করলেও ওয়ানডেতে তা করার সুযোগ হয়নি বিরাট কোহলির। এর আগেই তার কাছ থেকে কেড়ে নিয়ে অধিনায়কত্বের ভারটা রোহিত শর্মার কাঁধে তুলে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তাদের এমন সিদ্ধান্তে আলোচনা-সমালোচনা বইছে ভারতীয় ক্রিকেট পাড়ায়। এনিয়ে মুখ খুলেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী।

কোহলির ওয়ানডে নেতৃত্ব কেড়ে নেওয়ার ব্যাপারে সৌরভ বলেন, ‘বিসিসিআই ও নির্বাচকরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে। আসলে টি-টোয়েন্টির অধিনায়কত্ব না ছাড়ার ব্যাপারে বিসিসিআই অনুরোধ করেছিল কোহলিকে, কিন্তু সে মানেনি। এরপর নির্বাচকরা সাদা বলের ফরম্যাটে দুই জন ভিন্ন অধিনায়ককে রাখাটা সঠিক মনে করেননি। তাই সিদ্ধান্ত নেয়া হয়, কোহলি টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যাবেন এবং সাদা বলের দায়িত্ব দেওয়া হবে রোহিতকে। সভাপতি হিসেবে আমি ব্যক্তিগতভাবে এ ব্যাপারে কোহলির সঙ্গে কথা বলেছি।’

অধিনায়ক হিসেবে ভারতকে প্রচুর ম্যাচ জেতালেও কোনো শিরোপা এনে দিতে পারেননি কোহলি। বিপরীতে কোহলির ভারপ্রাপ্ত থাকাকালীন ভারতকে এশিয়া কাপ ও নিধাহাস ট্রফি চ্যাম্পিয়ন করেছেন রোহিত। তার ভবিষ্যত নিয়ে সৌরভ গাঙ্গুলী বলেন, ‘রোহিতের নেতৃত্ব সক্ষমতার প্রতি পূর্ণ আস্থা রয়েছে আমাদের। বিসিসিআই আত্মবিশ্বাসী যে ভারতীয় ক্রিকেট যোগ্য হাতেই রয়েছে। অধিনায়ক হিসেবে সাদা বলের সংস্করণে অবদান রাখার জন্য আমরা কোহলিকে ধন্যবাদ জানাতে চাই।’

ঠিকানা/এসআর