ক্যামেরন ডিয়াজ আবারও রুপালি পর্দায় ফিরছেন

ঠিকানা অনলাইন : সিনেমার জন্য ভ্রমণ করতে করতে ক্লান্ত হয়ে অভিনয়ে বিরতির সিদ্ধান্ত নেন এই হলিউড তারকা। পঞ্চাশ বছর পূর্ণ করেছেন ‘চার্লিজ অ্যানজেলস’খ্যাত ক্যামেরন ডিয়াজ। অনেকটাই নিভৃতচারী হয়ে পড়া হলিউড তারকাকে আবারও রুপালি পর্দায় দেখার সম্ভাবনাও জেগেছে।

আট বছর আগে আনুষ্ঠানিকভাবে অভিনয় ক্যারিয়ারের ইতি টানার পর এ বছরই অবসর ভেঙে সিনেমায় ফিরছেন এই মডেল ও অভিনেত্রী। তাকে নিয়ে নেটফ্লিক্স একটি সিনেমার শুটিং শুরুর কথাও জানিয়েছে। তবে খুব বিস্তারিত কিছু এখনও জানা যায়নি।

হলিউড তারকা জিম ক্যারির বিপরীতে ‘মাস্ক’ (১৯৯৪) দিয়ে হলিউডের ঝলমলে দুনিয়ায় পথচলার শুরু ক্যামেরনের। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ২০১৪ সাল পর্যন্ত টানা সিনেমায় অভিনয় করে গেছেন। তারপর যেন হঠাৎই বিদায় ঘোষণা। ২০১৪ সালে ‘অ্যানি’ মুক্তি পাওয়ার পর আর কোনো সিনেমায় অভিনয় করেননি এই তারকা।

একজন পরিবেশবাদী হিসেবে পরিচিত ক্যামেরনকে টাইমস সাময়িকী ‘হিরোজ অফ দ্য এনভারনমেন্ট’ হিসেবে আখ্যায়িত করে ২০০৯ সালে। পরের বছর ফোর্বসের শীর্ষ নারী ধনীদের তালিকায় ৬০তম স্থানে ছিলেন তিনি।

ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগোতে ১৯৭২ সালের ৩০ আগস্ট জন্ম ক্যামেরন মিশেল ডিয়াজের। ২০১৫ সালে বিয়ে করেন আমেরিকান সঙ্গীত শিল্পী বেনজামিন লেভি ম্যাডেনকে। এই দম্পতির একটি মেয়ে রয়েছে।

লং বিচে বেড়ে ওঠা ডিয়াজের শিক্ষাজীবনের শুরু লস সেরিটোস এলিমেন্টারি স্কুল থেকে লং বিচ পলিটেকনিক হাইস্কুলে যেখানে তার সহপাঠী ছিলেন র‍্যাপ তারকা স্নুপ ডগ।

মাত্র ১৬ বছরেই মডেলিং ক্যারিয়ার শুরু করেন। প্রথম সিনেমায় যখন ক্যামেরার মুখোমুখি হন তখন তিনি একুশে। ২০০০ সালে ‘চার্লি’জ অ্যানজেলস’ সিনেমা তার খ্যাতি আরও বাড়িয়ে দেয়। অ্যানিমেশন সিনেমা ‘শ্রেক’ এর প্রধান নারী চরিত্র ‘ফিওনা’র কণ্ঠও ক্যামেরনের।

অভিনয় পারদর্শিতার জন্য অসংখ্যবার মনোনয়ন পেয়েছেন ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস, গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টর গিল্ড অ্যাওয়ার্ডস, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস, আমেরিকান ফিল্ম ইন্সটিটিউট অ্যাওয়ার্ডস ইত্যাদি পুরস্কারের জন্য।

তার ঝুলিতে আছে ব্লকবাস্টার এন্টারটেইমেন্ট অ্যাওয়ার্ড, এমটিভি মুভি প্লাস টিভি অ্যাওয়ার্ড, নিকেলডিয়ান কিডজ চয়েজ অ্যাওয়ার্ড, পিপলস চয়েস অ্যাওয়ার্ড, টিন চয়েস অ্যাওয়ার্ড, অ্যালায়েন্স অফ ওমেন ফিল্ম জার্নালিস্ট অ্যাওয়ার্ড।

অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও হাত রয়েছে এই শিল্পীর। স্বাস্থ্য বিষয়ে দুটি বই প্রকাশ হয়েছে তার – ‘দ্য বডি বুক : ফিড, মুভ, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড লাভ ইওর বডি’ (২০১৩) এবং ‘দ্য লংজিভিটি বুক: দ্য সায়েন্স অফ এজিং, দ্য বায়োলজি অফ স্ট্রেংথ, অ্যান্ড দ্য প্রিভিলেইজ অফ টাইম’ (২০১৬)।

সিনেমা ছাড়ার পর ব্যবসায় মন দেন ক্যামেরন ডিয়াজ। বীজ, স্বাস্থ্য এবং আধুনিক আকুপাংচার ও বায়োটেক স্টার্টআপগুলিতে বিনিয়োগ করেন। ২০২০ সালে অরগ্যানিক ওয়াইন ব্র্যান্ড ‘অ্যাভালাইন’ চালু করেন তিনি।

‎জনপ্রিয় এই অভিনেত্রী অভিনয় থেকে বিরতির সিদ্ধান্ত জানিয়ে ২০১৭ সালের জুলাই মাসে বলেছিলেন যে তিনি চিত্রধারণ ও সিনেমার জন্য ভ্রমণ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। ২০১৮-এর মার্চে তিনি অবসরের কথা নিশ্চিত করেন। তবে ২০২২-এর জুন মাসে ঘোষণা আসে যে, তিনি জেইমি ফক্সের সাথে নেটফ্লিক্স অ্যাকশন কমেডি ‘ব্যাক ইন অ্যাকশন’-এর মাধ্যমে অভিনয়ে ফিরছেন।

ঠিকানা/এসআর