
রাজধানী ডেস্ক : ডাকসু নির্বাচনের ভিপি পদে ছাত্রলীগের সভাপতি মো. রেজোয়ানুল হক চৌধুরী শোভন ও জিএস পদে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে চ‚ড়ান্ত করা হচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে জানিয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই তাদের মনোনয়ন চূড়ান্ত করা হবে বলে সূত্র জানায়।
ডাকসু নির্বাচনের জন্য ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, লিয়াকত শিকদারদের মতো সাবেক ছাত্রনেতাদের পছন্দের তালিকায় তাদের নাম ছিল। গোপণ জরিপেও শোভন-রাব্বানীর নাম উঠে আসে। এর ভিত্তিতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ‘সবুজ সংকেত’ দিয়েছেন বলে জানা গেছে।
গত ১৯ ফেব্রুয়ারি, মঙ্গরবার, থেকে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে। আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হবে বহুল আকাক্সিক্ষত ডাকসু ও হল সংসদ নির্বাচন।