ক্যালিফোর্নিয়ায় কারফিউ জারি

ঠিকানা অনলাইন : যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় সীমিত সময়ের জন্য কারফিউ জারি করা হয়েছে। এই রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যব্যবস্থা হুমকির মুখে পড়ায় ১৯ নভেম্বর বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজ এ ঘোষণা দিয়েছেন।

নির্দেশনা অনুযায়ী ২১ নভেম্বর শনিবার থেকে শুরু হয়ে ২১ ডিসেম্বর পর্যন্ত রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি কাজ না থাকলে ঘরে থাকার অনুরোধ করা হয়েছে। তবে এই সময়ের মধ্যে যদি পরিস্থিতির উন্নতি না ঘটে, তবে এই কারফিউ আরও বাড়তে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ক্যালিফোর্নিয়ার ৫৮টি কাউন্টির ৪১টি কাউন্টিতেই এই কারফিউ বহাল থাকবে বলে জানানো হয়েছে।

এই কারফিউ রাজ্যের প্রায় ৪০ মিলিয়ন বাসিন্দার ৯৪ শতাংশের জন্য প্রযোজ্য হবে। ক্যালিফোর্নিয়ার হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস সেক্রেটারি ড. মার্ক গালি বৃহস্পতিবার দুপুরে এক ব্রিফিংয়ে বলেন, ‘আমরা জনগণকে ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাড়িতে থাকতে অনুরোধ করছি।’

ক্যালিফোর্নিয়ার পাবলিক হেলথ অফিসার এরিকা প্যান বলেন, ‘মহামারিকে রুখতে আমরা ক্যালিফোর্নিয়ার মানুষকে তাদের দৈনন্দিন অভ্যাসকে পরিবর্তনের অনুরোধ জানাচ্ছি। এই জটিল সময়ে আমাদের শক্ত থাকতে হবে, কঠিন সব সিদ্ধান্তও নিতে হবে। একসঙ্গে সামাজিকভাবে যোগাযোগ ঠিক রেখে শারীরিক দূরত্ব বাড়াতে হবে।’

এদিকে আসছে শীতে যুক্তরাষ্ট্রে এক দিনেই ২ লাখ মানুষ করোনায় আক্রান্ত হতে পারে – এমন সতর্কবার্তা দিয়ে সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া বাইডেনের কোভিড উপদেষ্টা ডা. মাইকেল অস্টারহোলম।

ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে বাইডেনের এই উপদেষ্টা জানান, চীনের পেছনে না লেগে তখন এ মহামারি প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিলে আজ এমন পরিণতি দেখতে হতো না যুক্তরাষ্ট্রকে। সূত্র : লস অ্যাঞ্জেলেস টাইমস

ঠিকানা/এনআই