ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে মামলা নিল পুলিশ

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিনের বিরুদ্ধে ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের অভিযোগে তার স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেছে মিরপুর মডেল থানা পুলিশ। এ ছাড়া বাচ্চাসহ স্ত্রীকে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগও করা হয়েছে।

২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম সুমন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ক্রিকেটার আল আমিনের স্ত্রী ইসরাত জাহান তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগটি যাচাই-বাছাই করে শুক্রবার মামলা আকারে নথিভুক্ত করা হয়েছে। মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

এদিকে মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২১ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মামলার এজাহার গ্রহণ করে এদিন ধার্য করেন।

মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, মামলাটির তদন্তের স্বার্থে যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন ক্রিকেটার আল-আমিন অথবা জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় ডাকা হতে পারে।

উল্লেখ্য, ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার আল আমিনের স্ত্রী ইসরাত জাহান মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে ইসরাত জাহান ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে যৌতুকের দাবি ও মারধরের কথা উল্লেখ করেন।

বৃহস্পতিবার অভিযোগ দায়েরের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইসরাত জাহান বলেছিলেন, ‘সে অন্য মেয়ে নিয়ে থাকে, ২৫ আগস্ট আমাকে মারধর করেছে। তাই অভিযোগ দায়ের করেছি থানায়। তবে আমি আপস করতে চাই, আবারও সংসার করতে চাই।’

ঠিকানা/এনআই